- শহরটা আামর ডুবেই গেল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৫, ০৩:৫৭:৩৬ দুপুর

চির-চেনা শহর আমার সবুজে শ্যামলে
কেমন করে বদলে যায় একটু বৃষ্টি হলে।
হাটু জল ছাড়িয়ে গেছে বুকে জমে পানি
নগর গড়ার নামে কেন বন্যা ডেকে আনি।
যে যেখানে ইচ্ছে মতন করছে দালানকোঠা
ড্রেনেজ এর জায়গাটুকুন লুটে খাচ্ছে গোটা।
কোথায় গেলো নেতারা সব ভাসছে আামার শহর
ভোটের সময় আসলে কেবল উন্নয়নের বহর।
আসুক এবার ভোট চাই হাতে নিলাম ঝাটা
পায়ে নিলাম পুরোনো সেই লং লাষ্টিং বাটা। 
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
নৌকা হল বেকার৷
ঐ গুলোকে আনা হবে,
চলবে পথে ঢাকার৷
হাসু বুবুর নৌকা রবে,
সবার থেকে আগে৷
সেই নৌকায়সওয়ার হলে,
পয়সাা নাহি লাগে৷
নির্বাচনে একে ভাসাই দিচ্ছে!
মন্তব্য করতে লগইন করুন