- রোজ সকালে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ এপ্রিল, ২০১৫, ০৬:৪২:৪০ সন্ধ্যা
টুম্পা মনির জ্বর উঠেছে
কাঁপছে শরীর থর
পারদ গিয়ে থামল শেষে
মিটার একশ বার।
কপাল ছুঁয়ে দেখল সবাই
ঠিক ঠিক ঠিক
হাসলো সবাই মুখ লুকিয়ে
দাঁত কেলিয়ে ফিক।
স্কুল যাবার সময় হলে
জ্বর আসে রোজ
খেলার সময় আর থাকেনা
দু'জনেরই খোঁজ।
সন্ধ্যা হলে আবার যখন
ঘরে ফেরার পালা
জ্বর বলে যাচ্ছি সোনা
আসব সকাল বেলা।
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জ্বর নয় ছোট্ট মনিদের উদ্দিপনা তৈরী করতে হবে।
মন্তব্য করতে লগইন করুন