বলতে লাগে শরম শরম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৩, ১১:২৬:৫৩ সকাল
নিসনা বুবু দিলে জখম
বলতে লাগে শরম শরম
তোর দিলে নাইতো রহম
হাতটা কিন্তু নরম নরম
মুরগী তুই সামলে চলিস দিনকাল ভালনা
কবির আংকেল পেলে তোকে আস্ত রাখবেনা
তুই রাজাকার শাহরিয়ার দালাল পাকিস্থান
বিনা পাসপোর্টে ভিসা ছাড়ায় হয়ে যাবি চালান
তোর কি লাজ শরম নাই চোখের মাথা খাইলি মতিয়া
বলেছিলি ডুগডুগি বানাবি শেখ মুজিবের চামড়া দিয়া
কত করে বলি তোরে বেহুস হইসনা ওপারে গিয়া
তুই যেটা দিয়ে আসলি নিয়ে আসল খালেদা জিয়া
বিষয়: বিবিধ
২০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন