# একটি প্রত্যাশিত মৃত্যু (অণুগল্প)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ মার্চ, ২০১৫, ০৬:২২:৪০ সন্ধ্যা
অবধারিত এবং অপ্রত্যাশিত একটা শব্দ মৃত্যু
আমরা সবাই "মা" এর মৃত্যুর অপেক্ষায় ছিলাম। আমরা চাইছিলামনা "মা" আর বেঁচে থাকুক। মা'র এর কি ইচ্ছে ছিল সেটা আর জানা গেলনা। "মা" যখন সবার কাছে প্রত্যাশিত মৃত্যু নামক শব্দটাকে আলিঙ্গন করলেন, তার সন্তানরাও যেন হাফ ছেড়ে বাঁচলাম।
শেষের দিকে মা কথা বলতে পারতনা, মুখ দিয়ে যখন আর তরল খাবারও যাচ্ছেনা, সেলাইন দিযে চলছিল, তখন আর কিইবা করার থাকে, অন্তত কষ্টটার মৃত্যু হোক। "মা" তো বেঁচেই গেলেন পাখিটা যখন উড়ে গেল।
বিষয়: বিবিধ
৭৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন