# খেলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ মার্চ, ২০১৫, ১১:৩৩:১৭ সকাল
ঘরে বসে খেলছতো রোজ
চল আজকে মাঠে
দেখবে তবে কি আনন্দ
কেমন মজা জোটে।
কম্পিউটারে মাউস টিপে
ক্রিকেট খেলছো বটে
খেলার নামে হচ্ছো দিনে
রুবটিক বিদঘুটে।
হচ্ছে ক্ষয় চোখের জ্যোতি
মুটিয়ে যাচ্ছো দেখ
সুস্থ্য সবল থাকতে হলে
মাঠের খেলা শেখ।
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাঠের খেলা এখন অনেক কম লোক খেলে!!
লিখাটা অল এবাউট দি চিলড্রেন পেইজ এর জন্য লিঙ্ক দিলাম, আপনি এবঙ সবার জন্য : https://www.facebook.com/groups/154956291336239/
ছেলেপেলেরা আগের মত কিভাবে মাঠে খেলবে
এখন লাইনে আছি.....
আমরা পরে খেলব....।
মন্তব্য করতে লগইন করুন