আমি আর ভাবনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ মার্চ, ২০১৫, ০১:৫৩:০৯ দুপুর
আজকে আমার ভাবনার কিছু নাই
ভাবনা গেছে বাবার বাড়ি তাই।
কালকে যখন আসবে আবার সে
ভাবনা আবার আসবে ফিরে যে।
ভাবনা আমার ভাবনা নিয়েই ভাই
ভাবনা ছাড়া জীবন চলা দায়।
ভাবনা আসুক ভাবনা বাড়ুক না
ভাবনা হাসুক আমায় নিয়ে হা।
ভাবছি এবার আসবে যখন কাল
রান্না করে রাখব ভীষণ ঝাল।
খাওয়া শেষে হবে যখন টাল
ভীষণ লাগে গালটা ফুলে লাল।
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারণ বাক্য.....
Thik, thik hoye jabe
আমি আমার
জীবনটা বাঁচাই।
হাতে খুব ভালো ভাবে ওয়াশ হচ্ছে!
চলে আসুন তাড়াতাড়ি আমাদের ভাবি
ব্লগ পরিবারের এটাই এক দফা এক দাবী!
শুকরিয়া ভাই!
ভাবনার ভাবনা আর না আর না
এইবার না আসলে অন্য ভাবনা
যাক! যা গেছে তা যাক।
যাক মানে শেষ যাওয়া নয়
মন্তব্য করতে লগইন করুন