# বৃষ্টি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মার্চ, ২০১৫, ১১:৫৮:২৯ সকাল
বৃষ্টি আজ টুপ টুপ
রেখে কাজ ডুব ডুব
ফাইলের ভাজ থাক থাক
রেগে বস যাক যাক।
কাজ ছুটি আজ আজ
আজ আমি মহা রাজ
ভাবের চাকায় চুক চুক
দিলাম ডুব খুব খুব।
পড়ুক মনে শৈশব আজ
কৈশোর আসুক কিসের লাজ
প্রথম প্রেমের গল্প হোক
ভাল লাগার দিয়ার চোখ।
সকাল বৃষ্টি দুপুর তাও
বৃষ্টি আজ পড়তে দাও
একটু ঘুরে আসতে চাই
ছিলেম কোথায় যাই কোথায়!
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি উনিই হয়ে থাকে প্রথম, তবেতো গল্প দারুণ জমে উঠবে। আর যদি উনি হয়য় দ্বিতীয়, তৃতীয় বা তাঁরও বেশি, তাহলে মনে রাখবেন, আপনার কপালে শনি আছে!।
শনির সাথে এক যোগে
হয়ে যাক রবি
প্রেম হোক সবার সাথে
পপি কিঙবা টপি
মন্তব্য করতে লগইন করুন