# দুর্জেয় লাল সবুজ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ মার্চ, ২০১৫, ০৭:২০:২২ সন্ধ্যা
লাল সবুজের পতাকাটা
হাওয়ায় যখন উড়ে
মনটা বিশাল আকাশ হয়ে
প্রাণটা যায় জুড়ে।
লাল সবুজের জার্সি গায়ে
খেলতে যখন নামে
ষোল কোটি এক হয়ে যায়
সোনার বাংলা গানে।
লাল সবুজের স্বপ্ন যখন
লালন করি বুকে
আসুক যত তুমুল আঘাত
সাধ্য কার রুখে।
বিষয়: বিবিধ
১৭৯২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সোনার বাংলা নয়, চোর আর জালেমের বাংলা বলতে হবে। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন