# সিনেমা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ মার্চ, ২০১৫, ১০:৫৩:০০ সকাল
কন্যার বাবার দুই দু'টা বাড়ী
পাত্র পক্ষের নেই যে কানা কড়ি
বিয়ে শাদী সেটা পরের ব্যাপার
প্রেমটা আগে ভীষণ জরুরী।
কন্যার বাবা এই গল্পের ভীলেন
সকাল দুপুর লাল পানি গিলেন
কন্য তার ভীষণ সুন্দরী
গানের দৃশ্যে থাকবে সুড়সুড়ি।
হিন্দি গানের সুরটা ধার করে
পলাশ রিজিয়া গাইবে গলা ছেড়ে
আইনটা নিজের হাতে নেবে তুলে
গল্পের নায়ক কিঞ্চিত বাউন্ডেলে।
গল্প শেষে মিলটা যখন হবে
অঘটনটা ঘটবে একটু আগে
কন্যার বাবা ছুড়বে যখন গুলি
কন্যার মা দেবে জলাজ্ঞলি।
এই আমাদের তিন ঘন্টার ছবি
একই গল্প ঘুরে ফিরেই দেখি
দেখতে দেখতে চোখে পড়ে ছানি
নতুন বোতল পুরোনো সেই পানি।
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন