# দেড় সপ্তাহে মাস

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ মার্চ, ২০১৫, ১১:৩১:৩৯ সকাল

তুমি ছাড়া জীবন আমার বাবলা গাছের পাতা

হাবলা হয়ে ঘুরি রাস্তায় গুটিয়ে শার্টের হাতা।

খেতে গেলে পানসা লাগে চোখে দেখি ঘোল

কাজে কর্মে জুইত পাইনা লাগে গন্ডোগোল।

তুমি ছাড়া ছেড়াবেড়া শিমুল তুলার মতো

ভাবনাগুলো উড়ে উড়ে খাচ্ছে থতমত

খাচ্ছি মিষ্টি লাগছে টক, তিতা খেলে ঝাল

দিন তারিখ যাচ্ছি ভুলে থাকছেনা মনে সাল।


দেড় সপ্তাহের নাম করে যাচ্ছে চলে মাস

নিচ্ছনা খবর আর খাচ্ছিটা কি ভাত নাকি ঘাস

মোবাইলটাও বন্ধ আছে রিং যাচ্ছেনা আর

ফিরে এসো উমামার মা এভাবে কি চলে সংসার।

থালা বাটি জমে আছে পড়ে আছে আবর্জনা

শার্ট প্যান্ট ধুয়েছি কোন মতে ইস্ত্রি করা হচ্ছেনা

গ্যাস্ট্রিকটাও বেড়েছে সেকান্দর হোটেলের খাবার

কত মাস গেলে বল হবে তোমার দেড় সপ্তাহ পার।

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308472
১২ মার্চ ২০১৫ সকাল ১১:৫৫
308493
১২ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৬
চোথাবাজ লিখেছেন : পিলাচ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File