# গোফ ওয়ালা মাস্তান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মার্চ, ২০১৫, ০২:৩২:১৫ দুপুর



তোমার কাছে চাইনা কিছুই

কোন অধীকার

গোফটা একটু ছোট কর

এটুকুন আবাদর।

তুমি থাক তোমার মতো

দাঙ্গা উসকে দিয়ে

আমরা তবু অবাক হবনা

যাও চালিয়ে।


চেয়ার তোমার কেউ পাবেনা

চুবিয়ে দাও তেলে

হোক গুম পড়ুক লাশ

ভাসুক খালে বিলে।

উল্টো সুরে গাইবে তুমি

চলছে এইতো বেশ

দেশটা কেবল নাস্তিকেরই

সাবাস বাংলাদেশ।


না না থাক গোফটা রাখ

যেন গড ফাদার

গোফটা আরো বেড়ে উঠুক

এটুকুন আবদার।

এমন গোপেই মানায় তোমায়

লাগে ভিলেন ভিলেন

এজন্যই তো বুবু তোমায়

কোলে তুলে নিলেন।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307193
০৪ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মানবাধিকার চেয়ারম্যান কানা মিজান মানুষ হত্যার প্ররোচনা দিয়েছেন : আসিফ নজরুল
০৫ মার্চ ২০১৫ রাত ০২:১৬
248576
বাকপ্রবাস লিখেছেন : উনি গণহত্যার ইঙগীত দিচ্ছেন, ধন্যবাদ ভাইযান গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন
307200
০৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:০২
হতভাগা লিখেছেন : একবার বাকপ্রবাসের নিকে , আরেকবার বাকঝালের নিকে স্যারের উপর ঝাল ঝাড়ছেন !

আর কিছু না হোক স্যারের এই গোঁফ আমার খুব ভাল লাগে ।
০৫ মার্চ ২০১৫ রাত ০২:১৭
248577
বাকপ্রবাস লিখেছেন : আমনের গোফ ছোট কেন? স্যারের মতো রেখে দেন
307210
০৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৫
দুষ্টু পোলা লিখেছেন : গোফ ওয়ালা মাস্তান Applause Applause Applause
০৫ মার্চ ২০১৫ রাত ০২:১৭
248578
বাকপ্রবাস লিখেছেন : নট অনলি মাস্তান বাটা অলসো নাম্বার ওয়ান শয়তান
307220
০৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৭
এ,এস,ওসমান লিখেছেন : আপনাদের মত কত লেখক স্যারের গোঁফের এপার অপার দিয়ে কত এলো গেলো Winking Winking Winking Winking
০৫ মার্চ ২০১৫ রাত ০২:২৬
248581
বাকপ্রবাস লিখেছেন : কাঠাল এর গল্পটা মনে পড়ল, রাজা বলল আমাকে এমন ফল খাওয়াতে হবে যা খুবই সুস্বাদু হবে, আমার ভাল লাগবে কিঙবা কখনো খাইনি এমনট টাইপ, পুরস্কার এর ব্যাবস্থা আছে, আর যদি ফল খেয়ে ভাল না লাগে তাহলে সেই ফলটা যে আনবে তার পাছা দিয়ে প্রবেশ করানো হবে, পুরুষ্কার এর লোভে সবাই আনতে লাগল ফল, একজন কাঠাল হাতে দাঁড়িয়ে আছে অন্যজন বের হলেন দরবার থেকে হাসি মুখে বের হল, তাকে যখন জিঞ্জেস করছে ভাই রেজাল্ট কি? সে হাসতে হাসতে বলল সব ঠিক আছে, আপনি যান এবার, তারপর আগন্তুক মনে মনে বিড় বিড় করে বলল, আমি আপেল আনছি কোন রকম পাছায় ঢুকাইছে, তুমি হালায় কাঠাল নিয়ে যাচ্ছ, কেমন মজা একটু পরে বুঝবা...
সুতরাঙ বুঝতেই পারছেন, মিজান রাজার মুছ ধরে আপনি লটকিয়ে কি মজা পেয়েছেন সেটা আম পেতে ইচ্ছুক নই, কাঠাল এর গল্পটা যেহেতু যানা আছে
307239
০৪ মার্চ ২০১৫ রাত ০৮:১৬
অষ্টপ্রহর লিখেছেন : গোঁফওয়ালা কানা মিজান
গোঁফ ধরে তোর দিবো টান|
০৫ মার্চ ২০১৫ রাত ০২:২৭
248582
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
307247
০৪ মার্চ ২০১৫ রাত ০৯:০৫
নাজমুল আহসান লিখেছেন : খালেবিলে লাশ পড়লে ক্ষতি নেই লিমনদের পা যেন কাটা না যায় ।
০৫ মার্চ ২০১৫ রাত ০২:২৮
248583
বাকপ্রবাস লিখেছেন : মিজান কাকু একবার কেঁদেছিলেন লিমন এর জন্য, আর এখন কাঁদছেন গণহত্যা করার জন্য, সরকারকে প্ররোচনা দিচ্ছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File