# গোফ ওয়ালা মাস্তান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ মার্চ, ২০১৫, ০২:৩২:১৫ দুপুর
তোমার কাছে চাইনা কিছুই
কোন অধীকার
গোফটা একটু ছোট কর
এটুকুন আবাদর।
তুমি থাক তোমার মতো
দাঙ্গা উসকে দিয়ে
আমরা তবু অবাক হবনা
যাও চালিয়ে।
চেয়ার তোমার কেউ পাবেনা
চুবিয়ে দাও তেলে
হোক গুম পড়ুক লাশ
ভাসুক খালে বিলে।
উল্টো সুরে গাইবে তুমি
চলছে এইতো বেশ
দেশটা কেবল নাস্তিকেরই
সাবাস বাংলাদেশ।
না না থাক গোফটা রাখ
যেন গড ফাদার
গোফটা আরো বেড়ে উঠুক
এটুকুন আবদার।
এমন গোপেই মানায় তোমায়
লাগে ভিলেন ভিলেন
এজন্যই তো বুবু তোমায়
কোলে তুলে নিলেন।
বিষয়: বিবিধ
১৩২৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর কিছু না হোক স্যারের এই গোঁফ আমার খুব ভাল লাগে ।
সুতরাঙ বুঝতেই পারছেন, মিজান রাজার মুছ ধরে আপনি লটকিয়ে কি মজা পেয়েছেন সেটা আম পেতে ইচ্ছুক নই, কাঠাল এর গল্পটা যেহেতু যানা আছে
গোঁফ ধরে তোর দিবো টান|
মন্তব্য করতে লগইন করুন