# টক ঝাল মিষ্টি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মার্চ, ২০১৫, ০২:০৫:৪৩ দুপুর
গোলাপ একটা কিনেছিলাম
দশটা টাকা দিয়া
আমায় দেখে মুখটা তোমার
দিলে ঘুরাইয়া।
আজকে তোমার প্রেম উতালা
কাল কোথায় ছিলে
অনেক কথা কানে আসে
খাচ্ছি রোজ গিলে।
কি হয়েছে লক্ষি সোনা
কিসের এমন কথা
বুকের মাঝে চেপে ধরে
পাচ্ছ ভীষণ ব্যাথা।
সত্যি বল কালকে তুমি
রমনা পার্ক যাওনি?
রত্নার সাথে হেসে হেসে
ফুচকা গিলে খাওনি?
কে বলেছে আজব কথা
করছে কান ভারি
আমিও তবে যাচ্ছি চলে
দিলাম আজ আড়ি।
এই শোন কাছে এসো
ফুল গুজে দাও খোপায়
এখন থেকে রোজই এমন
একটা গোলাপ চাই।
একটা কেন দশটা দেব
যদি তুমি চাও
দেখি এবার টিয়া পাখি
একটু হাসি দাও।
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিশ্বপ্রেমিক মজনু মিয়া সন্দেহের নেই লেশ।
যদি তুমি চাও
দেখি এবার টিয়া পাখি
একটু হাসি দাও।
এমন হাসি দিলে চলবে
ফুল গুজে দাও খোপায়
এখন থেকে রোজই এমন
একটা গোলাপ চাই।
মন্তব্য করতে লগইন করুন