# তবে তাই হোক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৪৭:৫৫ সকাল
তুমি না বাসলে ভাল আমিও বাসবনা
তুমি না ডাকলে কাছে আমিও আসবনা।
তুমি না বললে কথা আমিও বলবনা
তুমি না চললে সাথে আমিও চলবনা।
তুমি না জাগলে রাত যদি ঘুমেই কাটাও
তুমি না আসলে কলেজ যদি খবর না নাও।
তুমি না হাসলে আর হাসি পেলে তাও
তুমি না চাইলে আর যদি ইতি চাও।
তবে তাই হোক, তবে হোক তাই
আমি যাব চলে মন যেখানে চায়।
মিলে যাব যেতে যেতে শেষ দিগন্তে
শত কষ্টে আর ধরা দেবনা কোন মতে।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন