# একটা নিখোঁজ সংবাদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৫৬:১৩ রাত
মান্না তুমি রইলে কোথায় গুজি
চেরাগ দিয়ে খুঁজি।
পুলিশ জানেনা, র্যাব জানেনা
জানেনা তো বুজি (বুবু)
মান্না তুমি কোথায় রইলে গুজি
চেরাগ দিয়ে খুঁজি।
সুশীল তোমায় ত্যাগ করেছে
রাগ করেছে খুব
সুলতানা বু চিনলইনা
রইল তাই চুপ।
কামাল বাবুর ফোন বন্ধ
কোথায় গেল সে?
সেও নাকি ভুল করেছে
তোমার পাশে বসে।
যাক এখন সেসব কথা
তুমি রইলে কোথায়?
গুম হয়েছ ভাবতে আবার
গা চমকে যায়।
রাজনীতিটা আর হবেনা
ধর অন্য রুজি
সেসব কথা পরে হবে
তোমায় আগে খুঁজি।
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর ভাই "গুজি"Mean কি গুরুজি ?
ধন্যবাদ সজল আহমেদ ভাই
মান্না তুমি চালাক খুব
বুঝলেত এবার
বুবুর চোখে ফাঁকি দেবার
সাদ্ধ আছে কার
টক মারানি সশীল সেজে
করেছ বদনাম
হাসিনার জালে আটকে গেছো
নেই যে পরিএাণ
সেই দল হবে তোমার মরার কারন
শুভ রাত্রি।
ভালো থাকুন।
শুভ সকাল।
২। নতুবা কোর্ট টু কোর্ট দৌড়ের উপর থাকতে হবে।
আমার ধারনা ভদ্রলোকের মধ্যে যদি মিনিমাম ঈমান থাকে কিংবা পড়ালিখা করার ও চিন্তাভাবনা করার সুযোগ থাকে - তবে ভদ্রলোক হয়তো এ উছিলায় গাইডেড হবেন - এবং আগামীতে একজন ন্যাককার বান্দা হবেন।
মন্তব্য করতে লগইন করুন