# একটা নিখোঁজ সংবাদ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৫৬:১৩ রাত



মান্না তুমি রইলে কোথায় গুজি

চেরাগ দিয়ে খুঁজি।

পুলিশ জানেনা, র্যাব জানেনা

জানেনা তো বুজি (বুবু)

মান্না তুমি কোথায় রইলে গুজি

চেরাগ দিয়ে খুঁজি।


সুশীল তোমায় ত্যাগ করেছে

রাগ করেছে খুব

সুলতানা বু চিনলইনা

রইল তাই চুপ।

কামাল বাবুর ফোন বন্ধ

কোথায় গেল সে?

সেও নাকি ভুল করেছে

তোমার পাশে বসে।


যাক এখন সেসব কথা

তুমি রইলে কোথায়?

গুম হয়েছ ভাবতে আবার

গা চমকে যায়।

রাজনীতিটা আর হবেনা

ধর অন্য রুজি

সেসব কথা পরে হবে

তোমায় আগে খুঁজি।

বিষয়: বিবিধ

৯২৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305989
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৯
সজল আহমেদ লিখেছেন : মান্না কি পলাইসে নাকি গুম হইসে কেডা জানে ?
আর ভাই "গুজি"Mean কি গুরুজি ?
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১১
247606
বাকপ্রবাস লিখেছেন : "গুজি - লুকিয়ে থাকা
ধন্যবাদ সজল আহমেদ ভাই
305993
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৩
আব্দুল গাফফার লিখেছেন :

মান্না তুমি চালাক খুব
বুঝলেত এবার
বুবুর চোখে ফাঁকি দেবার
সাদ্ধ আছে কার
টক মারানি সশীল সেজে
করেছ বদনাম
হাসিনার জালে আটকে গেছো
নেই যে পরিএাণ At Wits' End Shame On You
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৩
247607
বাকপ্রবাস লিখেছেন : যে দল করছ তুমি সারা জীবন
সেই দল হবে তোমার মরার কারন
305996
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৩
মামুন লিখেছেন : ভালো লাগা রেখে গেলাম,
শুভ রাত্রি। Thumbs Up Thumbs Up Thumbs Up
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৩
247608
বাকপ্রবাস লিখেছেন : মামুন ভাই রেষ্ট এ থাকেন, দেইখেন আবার মান্নার মতো গুম হইয়া যাইয়েননা হা হা
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৪
247654
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ গুরু। হ্যা, সে সম্ভাবনা তো রয়েছেই।
ভালো থাকুন।
শুভ সকাল।Good Luck Good Luck
306000
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৩
অষ্টপ্রহর লিখেছেন : মান্নার আর মেয়র হওয়া হইলো না! হাসিনা তারে গুম কইরা ঘুম পাডায় রাখছে!
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৪
247609
বাকপ্রবাস লিখেছেন : মান্নার দিন শেষ, কথা হইল তারে ধইরা আর কারে কারে ফাসাই দেখার পালা, খোকারে মাষ্ট
306008
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০৩
সাদাচোখে লিখেছেন : ১। মান্না সাহেব শীঘ্রই মুক্তি পাবেন - কন্ডিশন একটাই - তাকে ডাবল এজেন্ট হয়ে সরকারের কাছে গোপন তথ্য সাপ্লাই করতে হবে। বন্ধুবেশে সমাজের বিভিন্ন ব্যাক্তিত্বের সাথে মিশে তাদের গোপন কাজ কারবার শেখ হাসিনার তল্পিবাহকদের সাথে শেয়ার করতে হবে কিংবা রাজ স্বাক্ষীটাইপ রোল প্লে করতে হবে।

২। নতুবা কোর্ট টু কোর্ট দৌড়ের উপর থাকতে হবে।

আমার ধারনা ভদ্রলোকের মধ্যে যদি মিনিমাম ঈমান থাকে কিংবা পড়ালিখা করার ও চিন্তাভাবনা করার সুযোগ থাকে - তবে ভদ্রলোক হয়তো এ উছিলায় গাইডেড হবেন - এবং আগামীতে একজন ন্যাককার বান্দা হবেন।
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৬
247610
বাকপ্রবাস লিখেছেন : গোলাম মাওলা রনি, জেলে গিয়ে মাহমুদুর রহমান সাইদি দের মতো মানুষদের সাথে মিশেছে তার একটা প্রভাব পড়েছে যার প্রমাণ পরবর্তী লিখাতে আমরা পেয়েছি, সুতরাঙ জেলে গিয়ে হেদায়েত হতেও পারে, কারন সেখানে আছে এখন ইসলাম এর খেদমত কারিরা, ধন্যাবাদ আপনাকে গুরুত্বপূর্ণ মন্তব্য এর জন্য
306041
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:২৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সত্য কথা গুলো আপনার লেখনীর যাদু দিয়ে সহজেই প্রকাশ করলেন। অসাধারণ.....
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৭
247689
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ এবঙ দোয়া করবেন দিল মোহাম্মদ মামুন ভাই
306057
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০০
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৭
247690
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File