ভাল হইতে পয়সা লাগেনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৫:১৯ রাত



একি তোমার হাল!

কে তুলেছে ছাল?

দাতগুলো নড়ছে দেখি

ফুলে গেছে গাল।

করেই ছিলাম বারন

গুলশান কেন গেলে?

রাজনীতি কি সাজে তোমায়?

অভিনয় টা ফেলে!


আর যেওনা তবে

মনে যেন থাকে

সোজা কথায় ঘি

না উঠলে যাবে বেকে।



বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305978
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো ছবি ও কবিতা অনেক ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৭
247611
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ আপু, ছবিগুলো হেতের ফেবু থেইকা নিছি তাই আমার কোন দোষ নাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File