ভাল হইতে পয়সা লাগেনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৫:১৯ রাত
একি তোমার হাল!
কে তুলেছে ছাল?
দাতগুলো নড়ছে দেখি
ফুলে গেছে গাল।
করেই ছিলাম বারন
গুলশান কেন গেলে?
রাজনীতি কি সাজে তোমায়?
অভিনয় টা ফেলে!
আর যেওনা তবে
মনে যেন থাকে
সোজা কথায় ঘি
না উঠলে যাবে বেকে।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন