# চুটকি কাব্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০৬:০৯ বিকাল
(১)
রুবেল চেটেছে হ্যাপির গাল
মিষ্টি তখন, এখন ঝাল
গণতন্ত্র চেটে যেমন
হয়ে গেছে বাকশাল।
(২)
র্যাব আছে পুলিশ আছে
বিজিবি আছে যদি
থোড়াই কেয়ার ফরেইন প্রেসার
থাকলে পাশে মুদি।
(৩)
তুমি যখন কাঁদো
ক্যামরা এসে হাজির
তুমি যখন হাসো
রায় পড়ে ফাঁসির।
(৪)
রিফাত যখন এ্যারেষ্ট হল
স্কুলের ঐ বারান্দায়
নাহিদ মিজান ডিমান্ড করে
ক্রসফায়ারে দেয়া চাই।
(৫)
ফুটলে বোমা শিবির শিবির
ধরলে পুলিশ ছাত্রলীগ
সেই মামলা ঝুলছে কাঁধে
ছুটছে শিবির দিকবিদিক।
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাঠাইয়া দেন হুজুর
লক্ষি ছেলে করেনা
নির্বাচনটা দরকার
...এডা কিতা লিখলেণ!
মন্তব্য করতে লগইন করুন