# চুটকি কাব্য

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০৬:০৯ বিকাল



(১)

রুবেল চেটেছে হ্যাপির গাল

মিষ্টি তখন, এখন ঝাল

গণতন্ত্র চেটে যেমন

হয়ে গেছে বাকশাল।

(২)

র‌্যাব আছে পুলিশ আছে

বিজিবি আছে যদি

থোড়াই কেয়ার ফরেইন প্রেসার

থাকলে পাশে মুদি।

(৩)

তুমি যখন কাঁদো

ক্যামরা এসে হাজির

তুমি যখন হাসো

রায় পড়ে ফাঁসির।

(৪)

রিফাত যখন এ্যারেষ্ট হল

স্কুলের ঐ বারান্দায়

নাহিদ মিজান ডিমান্ড করে

ক্রসফায়ারে দেয়া চাই।

(৫)

ফুটলে বোমা শিবির শিবির

ধরলে পুলিশ ছাত্রলীগ

সেই মামলা ঝুলছে কাঁধে

ছুটছে শিবির দিকবিদিক।

বিষয়: বিবিধ

৯০৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305628
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৭
আবু জান্নাত লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৮
247264
বাকপ্রবাস লিখেছেন : খেজুর খামু খেজুর
পাঠাইয়া দেন হুজুর
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫৫
247299
আবু জান্নাত লিখেছেন : আমি হুজুর! আপনাকে কে বলল?
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৩৪
247322
বাকপ্রবাস লিখেছেন : ধ্যুর আমনে খেজুর খান, মুখ তিতা করে রাখচেন কেন? ছন্দ মিলানোর জন্য লিখা হল, অন্য কিছুনা
305640
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : করতে ইচ্ছা শুধু গালাগাল!!!
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৯
247265
বাকপ্রবাস লিখেছেন : গালাগাল ভালনা
লক্ষি ছেলে করেনা
305645
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪০
sarkar লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫০
247273
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ সরকার
নির্বাচনটা দরকার
305946
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
মু নূরনবী লিখেছেন : রুবেল চেটেছে হ্যাপির গাল

...এডা কিতা লিখলেণ! Love Struck Angel
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২০
247548
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File