# এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৫৫:০৩ দুপুর

এমন দেশে আছিরে ভাই
কথা বলাই দুষ্কর
বলছে যারা গলা উচিয়ে
সব শালারা লস্কর।
ভাষার জন্য লড়ল যারা
ভাবছে কিসের জন্য
কথা বলায় বারন আজ
সরকার এমন বন্য।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
নিজের অন্ন ধ্বংস করে
অন্যের পায়ে চুমি।
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আর খাবনা বাকশাল খেলা
পাবে নাকো তুমি
নিজের অন্ন ধ্বংস করে
অন্যের পায়ে চুমি।
একদম সত্য কথা
জনতা খেদায় তবু করতে চায় জেরবার
দোয়া করবেন যেন যায় সরকার ফেসিস্ট
বাকশালের থাবায় আজ সবাই দিশেহারা
মন্তব্য করতে লগইন করুন