# এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৫৫:০৩ দুপুর



এমন দেশে আছিরে ভাই

কথা বলাই দুষ্কর

বলছে যারা গলা উচিয়ে

সব শালারা লস্কর।


ভাষার জন্য লড়ল যারা

ভাবছে কিসের জন্য

কথা বলায় বারন আজ

সরকার এমন বন্য।

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

নিজের অন্ন ধ্বংস করে

অন্যের পায়ে চুমি।

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305559
২২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৯
247266
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ দুষ্টু পোলা
আর খাবনা বাকশাল খেলা
305571
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
নিজের অন্ন ধ্বংস করে
অন্যের পায়ে চুমি।

একদম সত্য কথা
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩১
247268
বাকপ্রবাস লিখেছেন : এদেশেতেই জন্ম নেয় বাকশাল বারবার
জনতা খেদায় তবু করতে চায় জেরবার
305579
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৮
একনিষ্ঠ এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩২
247270
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন একনিষ্ঠ এক্টিভিষ্ট
দোয়া করবেন যেন যায় সরকার ফেসিস্ট
305617
২২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩২
247271
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম আপু সন্ধাতারা
বাকশালের থাবায় আজ সবাই দিশেহারা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File