লাইক ফাদার লাইক ডটার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:১৫:৫০ দুপুর
হচ্ছে বড় উমামা
পড়া লিখা হচ্ছেনা
দুষ্টুমি টা কমছেনা
কারো কথা শুনছেনা।
দুষ্টু বড় উমামা
রাতে জেগে ঘুমায়না
সকালে আর জাগেনা
স্কুলে ও যাবেনা।
লক্ষি মা উমামা
আব্বুর কাছে এসোনা
বলছে যারা সত্য-না
তুমিই ভাল ওরা-না।
উঠল মাথায় উমামা
আব্বু ভাল আম্মু-না
শোন আব্বু শোননা
খেলব শুধু পড়বনা।
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ উমামা মামনিকে শান্ত- নম্র বানিয়ে দিন ,লেখা-পড়ায় মনোযোগী করেদিন ।আমীন
অ আপু ধন্যবাদ রইল
সুন্দর ছবি ও লিখাটির জন্য বারাকাল্লাহু ফিক।
মন্তব্য করতে লগইন করুন