# আব্বু কইতে শরম কিসের!!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০৭:২৮ রাত
আব্বু কইতে তোমার যদি
শরম শরম লাগে
আম্মু কিন্তু থাকবেনা আর
যাবে ভেগে ভেগে।
?
আম্মু তোমার খুবই প্রিয়
আব্বুরে দাও হেলা
আব্বু যদি না যায় স্বীকার
বুঝবা তবে ঠেলা।
আব্বুকে তাই আব্বু বলে
জড়িয়ে ধর গলায়
পোলাপানে আবুল তাবুল
লিখবেনা আর ছড়ায়।
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গেলো নাতো পড়া
চেতনার বহুল বাস্তবায়ণে আর নানার স্বপ্নে এমন হয়ে গেছে!!
মন্তব্য করতে লগইন করুন