জয় ভারত, জয় তার কূটনীতি।
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:২৭:৫৫ দুপুর
সীমান্তে বিএসএফ ইচ্ছে হলেই গুলি চালায়, ইচ্ছে হলেই ধরে নিয়ে যায় বাংলাদেশীদের, কারন তাতে রয়েছে রাষ্ট্রের মৌন সমর্থন, বিষয়গুলো যেন তাদের মনোরঞ্জন এর বিষয়। আর সেই সব মোকাবেলা করার জন্য আমাদের রয়েছে বিজিবি। কিন্তু সেই বিজিবি আজ বিএসএফ এর ভুমিকায়, তাদের বন্দুকের নল এখন দেশের দিকেই, হুমকিও দেয় দেশের মানুষকে, কি ভয়ানক বিষয়গুলো! ভারত তার কুটনীতিতে সফল, তাকে আর বাংলাদেশ সীমান্তে পাহারা দিতে হচ্ছেনা, তাদের কাজটা এখন বিজিবি করছে, তারা এখন পাকিস্থান আর চীন বর্ডার নিয়ে চিন্তা করলে চলবে।
পুলিশ এর দায় নিয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিটা লাশ আর সফল গুলির জন্য দেয়া হচ্ছে পুরুষ্কার, প্রমোশন এবং তাদের উদ্ভুদ্ধ করা হচ্ছে যাতে তারা আরো হিংস্র হয়ে উঠে। তবুও তারা যদি ন্যূনতম মানুষ হয়ে থাকেন তাহলে হাতকড়া পরিয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করতে পারতেননা, তারা করছে কারন তারা আগে ছাত্রলীগ করতো সেই সুবাদে আজ পুলিশ।
বিএনপি, জামাত, ছাত্রদল আর শিবির এদের কেউ মরলে তার কোন বিচার হবেনা, বরঞ্চ তাদের পরিবার ভয়ে থাকবে বাড়তি কোন মামলা বা হামলা হয় কিনা। মানবাধীকার এর চেয়াম্যান যখন বলে উঠেন কিসের আলোচনা কার সাথে সুতরাং বুঝাই যাচ্ছে শিকড় অনেক গভীরে।
৩৫ বছর বয়সী নাজমুল হুসাইন। এক যুগ ধরে বাস করছেন ঢাকায়। ১০ হাজার টাকা বেতনের ছোট্ট চাকরি। স্ত্রী আর দু’সন্তান নিয়ে টেনেটুনে চলছিল তার জীবন। কিন্তু গত ৩রা জানুয়ারি হঠাৎ করেই বদলে যায় সবকিছু। তার দাবি, ওইদিন বাজার করতে যাওয়ার পথে কিছু বুঝে ওঠার আগেই তার পায়ে গুলি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর তার ঠাঁই হয়েছে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থপেডিক ও পক্ষাঘাত পুনর্বাসন প্রতিষ্ঠানে।
ঘটনা গড়াচ্ছে বিএনপি জামাত ছেড়ে নিরিহ সাধারণ এর উপর যারা পেটেভাতে চলে, তার কারন হল পুলিশ অভ্যস্থ হয়ে যাচ্ছে এসবে, আর যেহেতু এসব করে পুরুষ্কারও পাওয়া যায় সুতরাং প্রতিযোগীতা চলবে কার চাইতে কে বেশী জুলুম করতে পারে।
অপেক্ষায় রইলাম পরের পর্বের, যখন কেউ কাউকে আর মানবেনা, তখন মানবাধীকার বলুন আর সুশীল বলুন রাস্তার পাশে হয়তো লাশ পড়ে থাকবে, কে কাকে কেন হত্যা করবে তার উত্তর আর পাওয়া যাবেনা।
আমাদের যাত্রা নিশ্চিতভাবেই অনিশ্চিত এর পথে।
জয় ভারত, জয় তার কূটনীতি।
বিষয়: বিবিধ
৮৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেখানে বিনা অর্থে ভারতিয় দালাল এর অভাব নাই!
মন্তব্য করতে লগইন করুন