শিশু যখন কাঁদল প্রথম বাবার জন্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৪৪:০০ দুপুর
বাবা যখন বের হল আজ ধাত্রী খোঁজে
মায়ের বুকে কেমন কষ্ট মা'ই বুঝে।
পুলিশ কি আর বুঝবে এসব নেই প্রয়োজন
সে বুঝে লাশ মানেই তার হাই প্রমোশন।
আসল শিশু কাঁদল প্রথম বাবার জন্য
নির্বাক মা হন্য হয়ে ভাবছে অন্য
দু'হাত জুড়ে শিশুর কাছে চাইল মাপ
এমন রানির শাসন দেশে জন্মই বুঝি পাপ।
দেশ মাতা নিচ্ছে যখন খুনের দায়
আমরা তবে প্রাণটা নিয়ে কোথায় যাই!
কত লাশে মিটবে তবে প্রাণ পিপাসা
চালাও গুলি দেশে যে তোমার খেলার পাশা।
ধাত্রী খুঁজতে বেরিয়ে পুলিশের গুলিতে লাশ হয়ে ফেরত
ঘরে প্রসববেদনায় কাতরানো স্ত্রীকে সহায়তার জন্য ধাত্রী খুঁজতে বেরিয়েছিলেন যুবদল নেতা আরিফুল হাসান। প্রথম ‘বাবা’ হওয়ার রোমাঞ্চ তার দেহমনে। আর হয়তো কয়েক ঘণ্টা পরই দেখতে পাবেন তার চির আকাক্সিক্ষত সন্তানের মুখ। কিন্তু হল না। বাবা ও তার অনাগত সন্তানের মাঝে দাঁড়িয়ে গেল বুলেটের এক দেয়াল! পুলিশের বুলেট কেড়ে নিল আরিফুলকে। আর স্ত্রী রাশেদা বেগম এক পুত্র সন্তানের আগমনের বিনিময়ে হারালেন তার প্রিয় তরুণ স্বামীটিকে। শনিবার রাতে উপজেলার নুনাছরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে আরিফ নিহত হওয়ার ৭ ঘণ্টা পর জন্ম হয় তার ছেলের। এই মর্মান্তিক মৃত্যু এবং জন্মের খবর ঘিরে এখন উপজেলার সর্বত্র শোকের ছায়া।
সূত্র : ইনকিলাব
বিষয়: বিবিধ
৮৩০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থামবে এসব অসুরী বড়া বাড়ন্ত
মন্তব্য করতে লগইন করুন