অভিনেত্রী

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৪৯:৪০ দুপুর



কাঁচের ফাঁকে দেখা যায়না পানি

চশমা ম্যাডাম খুলুন একটু খানি।

ক্যামরা যখন পড়বে ক্লিক ক্লিক

দেখুন আবার হাসবেননা পিক পিক।

হ্যাডিং হবে কাঁদছে জাতির মা

কেন মিছে ফুটছে পেট্রোল বোমা।

যদিও পুলিশ ধরছে ঘরের লোক

ছাড়ছে আবার ভুল হয়েছে থুক।


কাঁদতে কাঁদতে দেশটা ভাসিয়ে দিন

একটু না হয় লাগুক গ্লিসারিন

পার বটে নিখুঁত এমন অভিনয়

তোমার কাছে দিলদার কিছুই নয়।

বিষয়: বিবিধ

৯১২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303966
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৪
সালাম আজাদী লিখেছেন : গ্রেইট Thumbs Up
১১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৫
245846
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন সালাম আজাদী ভাই
303972
১১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৬
অনেক পথ বাকি লিখেছেন : পরিবারের ১৭ জনকে হারিয়ে উনার চোখটাই যেন নদী হয়ে গেছে। Sad Sad Sad তাকে নিয়ে এভাবে উপহাস ছি!!!!
১১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫০
245850
বাকপ্রবাস লিখেছেন : দুইটা শাপ রেখে দেয়ার অভিশাপে পুড়ছে দেশ
303973
১১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫২
হতভাগা লিখেছেন :
১১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৬
245852
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying
এসো ভাই দলে দলে
কাঁদতি বসি তালে তালে
303987
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
মুিনর লিখেছেন : মানুষকে পুড়বো আমরা পেট্রোল বোমা মারবে আমার সোনার ছেলেরা। ক্রসফায়ারের নামে হত্যা করবে আমার বাকশালী পুলিশ বাহিনী। গুম করবে আমার নানার দেশের "র" নামের নর পশুরা। আর অভিনেত্রীর ভুমিকায় থাকব আমি।
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
245858
বাকপ্রবাস লিখেছেন : কোথায় ছিল কান্না তখন

303988
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
ইয়াফি লিখেছেন : উঁনি এতই হৃদয়বান যে, লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার পর বিচারের পথও বন্ধ করে দিলেন!
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২০
245859
বাকপ্রবাস লিখেছেন : ৫ই মে আলো নিভিয়ে মারছে, কারন দেখলেতো আবার কান্না চলে আসবে
304004
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১৬
সবুজেরসিড়ি লিখেছেন : কাঁদতে কাঁদতে দেশটা ভাসিয়ে দিন

একটু না হয় লাগুক গ্লিসারিন

পার বটে নিখুঁত এমন অভিনয়

তোমার কাছে দিলদার কিছুই নয়
সহমত
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৮
245904
বাকপ্রবাস লিখেছেন : কান্দিসনারে বিন্দিয়া
কি আর হইব কান্দিয়া
কদিন পরে গদি ছেড়ে
যাবি চলিয়া
304021
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি নেতা কি অভিনেতা
সেটা মালুম করিবে কেঠা!!!
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৯
245906
বাকপ্রবাস লিখেছেন : আমারও তো একই প্রশ্ন আপ্নি কেঠা!!!!
304076
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪০
শেখের পোলা লিখেছেন : নাইতো জানা তোমার,
খবরা খবর বোমার৷
বাম হাতেই নেশা,
বলতে পার পেশা৷
গৌরীসেনের টাকা,
হবেনাকো ফাঁকা৷
অনেক ছলে বলে,
চক্ষুভরে জলে,
হাসপাতালে যাই,
ডান হাতে বিলাই৷
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২০
245964
বাকপ্রবাস লিখেছেন : দেখলাম আজ চোখে
জানে সর্বলোকে
বুবু খুনের মাদার
খুন ছাড়া বুঝেনা কিছু আদার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File