অভিনেত্রী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৪৯:৪০ দুপুর
কাঁচের ফাঁকে দেখা যায়না পানি
চশমা ম্যাডাম খুলুন একটু খানি।
ক্যামরা যখন পড়বে ক্লিক ক্লিক
দেখুন আবার হাসবেননা পিক পিক।
হ্যাডিং হবে কাঁদছে জাতির মা
কেন মিছে ফুটছে পেট্রোল বোমা।
যদিও পুলিশ ধরছে ঘরের লোক
ছাড়ছে আবার ভুল হয়েছে থুক।
কাঁদতে কাঁদতে দেশটা ভাসিয়ে দিন
একটু না হয় লাগুক গ্লিসারিন
পার বটে নিখুঁত এমন অভিনয়
তোমার কাছে দিলদার কিছুই নয়।
বিষয়: বিবিধ
৯১২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসো ভাই দলে দলে
কাঁদতি বসি তালে তালে
একটু না হয় লাগুক গ্লিসারিন
পার বটে নিখুঁত এমন অভিনয়
তোমার কাছে দিলদার কিছুই নয়
সহমত
কি আর হইব কান্দিয়া
কদিন পরে গদি ছেড়ে
যাবি চলিয়া
সেটা মালুম করিবে কেঠা!!!
খবরা খবর বোমার৷
বাম হাতেই নেশা,
বলতে পার পেশা৷
গৌরীসেনের টাকা,
হবেনাকো ফাঁকা৷
অনেক ছলে বলে,
চক্ষুভরে জলে,
হাসপাতালে যাই,
ডান হাতে বিলাই৷
জানে সর্বলোকে
বুবু খুনের মাদার
খুন ছাড়া বুঝেনা কিছু আদার
মন্তব্য করতে লগইন করুন