# মন যখন অবচেতন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৩৩:৪৩ সন্ধ্যা
আমরা দু'জন একই ক্লাশে পড়ি
একই পাড়ায় কাছাকাছি বাড়ি
আসতে যেতে দেখা হতো রোজ
আড়াল হলে হয়নি তবে খোঁজ।
আমি যখন স্কুলের পাঠ চুকে
গুনগুনিয়ে কলেজ গেলাম ঢুকে
তখন তোমার বিয়ের তোড়জোড়
কেমন যেন লাগল মনে ঘোর।
সেইযে কবে দেখা হয়নি আর
বছর পরে দেখেছি একবার
যাচ্ছ তুমি বরের হাত ধরে
দেখেও তুমি দেখলেনা ভান করে।
আজকে হঠাৎ হাঁটছিলাম আনমনে
পেছন হতে ডাকল কোন জনে?
তাকায় ফিরে নেইতো কেউ আর
তবুও কেন তাকাচ্ছি বার বার!!
বিষয়: বিবিধ
৭৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডিজিটাল হন!
(থবর কি দেব জায়গা মত যে ভুলে নাই তারে!!)
মন্তব্য করতে লগইন করুন