ওলে আমার পিরিতি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৫৪:০৩ দুপুর
তুইনা আমার ভাই এই দিকে আয়
পা টিপ্পা দে
খালেদা ভালনা ডাকলেও জাবিনা
দে কথা দে।
বলছিলাম কি বুবু কথা আছে তবু
যদি অভয় দেন
না থাক তবে অন্য দিন হবে
পা'ও আগায় দেন।
সাথী কেমন আছে, আছে নাকি গেছে
তোর যেমন স্বভাব
বয়স যত বাড়ে ভীমে তোরে ধরে
রওশনে কি অভাব?
ওর কথা রাখেন নতুন একটা দেখেন
একা একা লাগে
ভাবি কিযে করি, পড়ি নাকি মরি
চেতনা যখন জাগে।
ওলে আমার ভাই তোর তুলনা নাই
আইন্না দিমু পরে
চল এখন উঠ দিল্লির দিকে ছুট
যাই মোদির ঘরে।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দাদায় বাজায় বাশী
এরশাদ ঘোরে কাছে কাছে
যদি মিলে মাসি
রেন্টু কিন্তু কইছে
সেই দুজনার রঙ তামাশা
আকাশে বাতাসে বইছে
ইসক একটু বেশী
কাকুরে তাই হেচকা টানে
হাসু বানায় খাসী
ঘটনা কী?
আজ দেখি বড্ড মুড-অন
মন্তব্য করতে লগইন করুন