ওলে আমার পিরিতি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৫৪:০৩ দুপুর



তুইনা আমার ভাই এই দিকে আয়

পা টিপ্পা দে

খালেদা ভালনা ডাকলেও জাবিনা

দে কথা দে।

বলছিলাম কি বুবু কথা আছে তবু

যদি অভয় দেন

না থাক তবে অন্য দিন হবে

পা'ও আগায় দেন।


সাথী কেমন আছে, আছে নাকি গেছে

তোর যেমন স্বভাব

বয়স যত বাড়ে ভীমে তোরে ধরে

রওশনে কি অভাব?

ওর কথা রাখেন নতুন একটা দেখেন

একা একা লাগে

ভাবি কিযে করি, পড়ি নাকি মরি

চেতনা যখন জাগে।


ওলে আমার ভাই তোর তুলনা নাই

আইন্না দিমু পরে

চল এখন উঠ দিল্লির দিকে ছুট

যাই মোদির ঘরে।

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303646
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১১
০৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৪
245635
বাকপ্রবাস লিখেছেন : নাচে নাচে বুবু নাচে
দাদায় বাজায় বাশী
এরশাদ ঘোরে কাছে কাছে
যদি মিলে মাসি
303654
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৫২
হতভাগা লিখেছেন :
সে আমার ছোট বোন
বড় আদরের ছোট বোন
০৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৬
245637
বাকপ্রবাস লিখেছেন : কাকু যেমন বোন তেমন
রেন্টু কিন্তু কইছে
সেই দুজনার রঙ তামাশা
আকাশে বাতাসে বইছে
303676
০৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩০
০৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৮
245638
বাকপ্রবাস লিখেছেন : কাকু কিন্তু জিনিস ভাল
ইসক একটু বেশী
কাকুরে তাই হেচকা টানে
হাসু বানায় খাসী
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০২
245663
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ঘটনা কী?

আজ দেখি বড্ড মুড-অন Rolling on the Floor Rolling on the Floor
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৫
245664
বাকপ্রবাস লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম, আগামীকাল অপিস অফ, ঘুম দিমু আ্চচা করে, সেই খুশীতে আইজ একটু বেশী বকর বকর চলতাছে Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File