বুবু যখন গাছে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:১০:৫০ বিকাল
বুবু যখন গাছে
পাতার ফাঁকে নাচে।
আয় বুবু আয়
দিন ফুরিয়ে যায়
গরম ভাতে ঝোল
মাখিয়ে দিলাম মাছে।
বুবু যখন গাছে
পাতার ফাঁকে নাচে।
ফুরিয়ে এল বেলা
বুঝবি তবে খেলা
জিন ভুতের সাথে
পেত্নির দলও আছে।
বুবু যখন গাছে
পাতার ফাঁকে নাচে।
হালুম হালুম বলে
বাঘ ভাল্লুক এলে
আসবেনা আর কেউ
ডাকবেনা আর যেচে।
বিষয়: বিবিধ
১০৪৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিতো ভেবে অবাক।
জাতিসংঘের চাপে আছে জানি
গাধা খায় ঘোলা করে পানি।
দেবে লেদানি
সেই লেদানি দিয়া তারে
দিমু পেদানি
মন্তব্য করতে লগইন করুন