অণুকাব্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জানুয়ারি, ২০১৫, ০৪:১২:৪০ বিকাল
১. সাতটা ট্রাক একটা তালা
পিপার স্প্রে বাড়ায় জ্বালা।
২. রুদ্ধ দ্বার মুখ বেজার
যাচ্ছে শিয়াল ফিরছে আবার।
৩. নোনতা জল মুচকি হাসি
সেলাইন বানায় টুংগী মাসি।
৪. সামলে চলুন যাবেন ফেঁসে
যাত্রা বাড়ীর পেট্রোল কেইসে।
৫. সবার নজর একটা তালা
হয়তো কাটা নয়তো মালা।
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জ্বলছে মানুষ শোকের ব্যথা।
বলছে যারা শিষ্ঠাচার
তাদের খাওয়ায় বিষ্ঠাচার (বিষ্ঠার আচার)।
যেখানে পায় যেভাবে পায়
তাইতো তাদের নোংরা মুখ
নষ্ট কথায় পায় সুখ।
মন্তব্য করতে লগইন করুন