অ খালা তোর দোহায় লাগে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জানুয়ারি, ২০১৫, ০৮:০৬:০৬ রাত
বদ্ধ তালা খুলতে এসে টুংগী পাড়ার খালা
বাড়ায় আরো জ্বালা
খালায় পোষে পোষা কুকুর চামুন্ডু আর চেলা
বাড়ায় আরো জ্বালা।
?
অ-খালা তোর দোহায় লাগে থামা যাত্রা পালা
বাড়ায় আরো জ্বালা
তোর কান্দনে কান্দে সবাই প্রিন্ট মিডিয়া উতালা
বাড়ায় আরো জ্বালা।
?
আর কতোকাল জাতির সাথে ইদুর বিড়াল খেলা
বাড়ায় আরো জ্বালা
আমরা-কি তোর টুংগী পাড়ার শালী আর শালা
বাড়ায় আরো জ্বালা।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমনে ছাড়ি বল৷
আমার পথে ছলছি আমি
তুমি তোমার পথে চল৷
আর মরিচ বাটা
পথ চলেনা তাই
খালারে গুতাই
সমাজে বিশেষ এক প্রকার খালা আছে, যাদের কোন মেয়ে স হজে নিষ্কৃতি পায় না!
এই খালাও তেমনি একজন! এতো স হজেই জনতা ছাড়া পাবে না!মুগুর মারতে হবে!!!
মন্তব্য করতে লগইন করুন