ভাবতে পারেন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মার্চ, ২০১৩, ০৪:২৫:৪৬ বিকাল
অত্যন্ত বেদনার সাথে লক্ষ করছি যে কিছু কিছু অতি ইসলামি এফবি এক্টিভিষ্ট নিজেদের স্বল্প জ্ঞান জাহির করার জন্য মিথ্যা খবর এবং ছবি পোষ্ট করছেন, তাদের চিন্তা করা উচিত তারা ঘরে বসে এসব নেক্কার কাজগুলো করছেন আর ঐদিকে সত্যিকার জিহাদিরা রাস্তায় নিজের প্রাণ বিলিয়ে দিচ্ছেন, যারা এসব বুঝে আর না বুঝে করছেন তারা মুলত ইসলাম বুঝেননা, ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লম্ফঝম্ফ করছেন, এক্ষেত্রে আমিও অন্যদের মতো বলতে চাই আপনারা ছাগু ছাড়া আর কিছু নন, বাকশালের রূপ বোঝানোর জন্য তারা যা করছে সেই সত্যটাই প্রকাশ করলে যথেষ্ঠ, রং রূপ লাগিয়ে কৃত্রিম ইসলাম করা থেকে সবাই বিরত থাকবেন যদি ছাগু বদনামটা গুছাতে চান
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন