আগুন আগুন খেলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ নভেম্বর, ২০১৪, ১১:৩৭:৪৫ সকাল
ছুটির দিনে লাগলে আগুন
ক্ষয় ক্ষতি কম
আগুনেরও বিবেক আছে
বুঝল মানুষ জন।
ঘন্টা খানেক জ্বলল আগুন
ফিরে গেছে আবার
এক ঘন্টাতেই জ্বলে পুড়ে
আমার দেশ সাবাড়।
আগুন নিয়ে খেলছে যারা
বলছ বেশ বেশ
কার ইশারায় এমন করে
পুড়ছো বাংলাদেশ!!
যে আগুনে খেলছ তোমরা
দেখে নিও একদিন
সেই আগুনেই সৎকার হবে
ফ্যাসিবাদের ডিম।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখে নিও একদিন
সেই আগুনেই সৎকার হবে
ফ্যাসি বাদের ডিম।
তাই যেন হয় সেই আশায় রইলাম
অসাধারন লিখেছেন গুরু।
মন্তব্য করতে লগইন করুন