গন্ডগোল বিয়ের ঢোল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ অক্টোবর, ২০১৪, ০২:২৭:৩৩ দুপুর
বুড়ো খোকার বিয়ে হবে
পড়ল ঢোলে ধুম
রান্না হল কোর্মা পোলাও
পানের সাথে চুন।
বাজল সানাই নাচল কানায়
লুংগি ড্যান্স তালে
বুড়ো খোকা হাসল ভীষণ
কুচকে থাকা গালে।
হঠাৎ শুনি শোর উঠেছে
বিলের ধারে গিয়ে
বুড়ো খোকা একা একা
সারছিল তার ইয়ে।
খোকা খুকু রটিয়ে দিল
হায়! হায়! হায়!
শুনতে পেলাম খোকা বাবুর
খৎনা হয় নাই।
কনের বাবা রাগল ভীষণ
শর্ত দিল জুড়ে
ছুরির আগায় শান পড়ুক
বিয়ে শাদী পরে।
থামল সানাই নাচন কানায়
সবই গেল থমকে
বুড়ো খোকার খৎনা হবে
ভয়েই উঠছে আতকে।
বিষয়: বিবিধ
৩১৫৮ বার পঠিত, ১১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খোকা খুকু রটিয়ে দিল
হায়! হায়! হায়!
শুনতে পেলাম খোকা বাবুর
খৎনা হয় নাই।
শর্ত দিল জুড়ে
ছুরির আগায় শান পড়ুক
বিয়ে শাদী পরে।
থামল সানাই নাচন কানায়
সবই গেল থমকে
বুড়ো খোকার খৎনা হবে
ভয়েই উঠছে আতকে।
খোকা বাবুর খৎনা করতে-
সবাই এখন তৎপর,
তাই বলে কী ভাববে না কেউ-
কেমনে হবে বাবুর 'বাসর'!!!
বিয়ার আগে কি সেই টেস্ট হয় নাকি!!!
পোস্ট হলো স্টিকি
নাচছে সবাই তা ধিক ধিক
বুড়ো খোকার বিয়ে বৈকি!
আচ্ছা বোকা,
না করেই খৎনা
আনতে গেছে কন্যা।
ঘটনা ফাঁস
ইজ্জত নাশ,
ছুরিতে পড়ে শান
আগে ইজ্জত মান।
আগে খৎনা,
পরে কন্যা
খোকা বুড়ো,
সবুর করো।
প্রতিবাদ জানাচ্ছি।
মডুরা কি ঘুমায়? মাইনাস
মডু মামার দোষ নাই
হেসে না পাই কুল
এই দেখেন্না খুশির ঠ্যালায়
দুলছে কানের দুল।
বুড়ো খোকার বিয়ে নিয়ে
বইছে খুশির হাওয়া
এমন বর এমন কণে
কোথায় যাবে পাওয়া?
বিয়ে করে বুড়ো খোকা
পাচ্ছে উদ্দীপনা
এমন সুখের বিয়ে হাতা
করেছে কয়জনা?
থাকুক তাঁরা ভাল থাকুক
সারা জীবন ভরা
বিয়ের খবর খুশির খবর
পুলকিত হোক ধরা।
ছাত্রলীগের চোখে পড়লে হবে পায়তারা
ভাবীর হাতের চা খাবে এমন উছিলায়
সুযোগ পাইলে ছাত্রলীগের আকামের জুড়ি নাই
স্টিকি পোষ্টে অভিনন্দন গুরু!!
সেই দুঃখে কেউ কেউ রেগে আগুন বৈকি
বয়স দেখি ঝুলছে গাছে ঝুল
হলুই না হয় বুড়ো,
নিন্দুকদের ভয় করে কি
থাকবে আইবুড়ো?
চুল পেকেছে,দাঁত পড়েছে,
কুঁচকে গেছে চাম,
রেল পাড়াতে তাই বলে কি
ফুরিয়ে গেছে দাম!
রেল মন্ত্রীর সবে যৈবন এল
যদি বিশ্বাস করি "প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল" তবে আমাদের উচিৎ বিয়ের মত কাজের সিদ্ধান্তে তাদেরকে তাদের নিয়তের উপর ছেড়ে দিয়ে আমাদের ধৈর্য ধরা।
ইসলাম কাউকে হেয় প্রতিপন্ন করা শেখায় না।
প্রতিবাদ এক জিনিস কিন্তু কাউকে হেয় করা আলাদা জিনিস....।
সহমত
ইসলাম কাউকে হেয় প্রতিপন্ন করা শেখায় না।
প্রতিবাদ এক জিনিস কিন্তু কাউকে হেয় করা আলাদা জিনিস....।
আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। আমিন।
মূল কথা হল, ইসলাম বিবাহ বন্ধনকে অনেক গুরুত্ব দেয়। এটা রাসূলের (সাঃ) দায়েমী সুন্নাতও বটে। সুতরাং, এমন বিষয় নিয়ে কৌতুক অনাকাম্য। হোক না সে অন্য মতাবলম্বী, এমনকি কাফের বা মুনাফিক। কিন্তু কেউ সদিচ্ছায় বিবাহ করতে আগ্রহী হলে তাকে স্বাগত জানানোই উচিত।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন