আমি তাজ্জব!!!!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২২:৫৭ দুপুর



একটা আচমকা খবর হল আমি বুঝতে পারছিনা কি হল, গল্প কবিতা ডট কম এ মাঝের মধ্যে লিখা দিই, তবে সেখানে লিখার মান এত্ত ভাল যে আমি শুধু দেবার জন্য দিই, অনেক অবহেলা করেই দিই, কারন আমি নিয়ম করে লিখিনা, ব্যাকরন মেনে চলিনা, অনেক কমেন্ট এর উত্তর পর্যন্ত দিইনা, অনেকদিন সাইটে যাওয়াও হয়না, তবুও আজ ভাবলাম ছুটিতে যাবার আগে একটু ঘুরে আসি, অবাক হলাম এটা কি দেখলাম, আমি ২য় স্থান দখল করে আছি। হায় হায় এটা কি হল, আমি নিজেই জানিনা এটাও কি সম্ভব!!! আমি নিশ্চিত এটা আজ পর্যন্ত এটাই আমার প্রথম প্রাপ্তি। শুকরিয়া আল্লাহকে, আর ধন্যবাদ ......................

টুডে ব্লগের বেলায়ও আমার অবহেলা কাজ করে তার জন্য অপরাধ বোধে ভুগি, সেটা হল আমি ব্লগ তেমন পড়িনা, শুধু পোষ্ট করি, পড়িনা তার কারন হল আমার সময় কম কিন্তু এটা অজুহাত নয়, অজুহাত হল আমি গভীর কিছু ধারন করতে পারিনা, আমার ব্রেইন বা মগজ কাজ করেনা, একটু গভীর চিন্তা করলেই আমি খেয় হারিয়ে ফেলি আর তখন আমার সব কাজ কর্ম উলোট পালট হয়ে যায়, অপিসে মারাত্মক সব ভুল করি, তাই আমি সিরিয়াস লিখা পড়া বা লিখতে পারিনা, ঠুনকো সব লিখার চেষ্টা করি। সিরিয়াস সবকিছুর প্রতি আমার ভয় কাজ করে, কোন কিছু যদি মনে হয় আমাকে নিয়ত করতে হবে আমি সাথে সাথে ব্যাপারটা ক্লোজড করে দিই, যার কারনে আমি ভয়ে আমার একটা ফেইসবুক আইডি ওপেন করিনা, কারন সেখানে সবাই সিরিয়াস লেখক বা পাঠকরা আছেন।

আমার অন্ধ চলার পথ

সেদিন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম

তোমার একটি মাত্র না বোধক শব্দে

অস্তিত্ব বিপন্ন হয়েছিল আমার

আমি আজও দেখতে পায়না সেই থেকে

আমি আকাশ দেখিনা, আমি দেখিনা নিজেকে

আমি আর খুঁজিনা তোমাকে কিংবা বালিশের নিচে

চেপে থাকা মোবাইলটাতে খুঁজিনা কোন মিস্ড কল

আমার শরীর কেঁপেছিল খুব সেদিন

আর আমি কেঁদেছিলাম কাপুরুষ এর মতো

তোমার ওসব জানার কথা নয়, তুমি জানবেনা কোনদিন

জন্মদিনে তোমার যখন কেক কাটার আয়োজন চলছিল

আমি বৃষ্টিতে ভিজেছিলাম একা একা

আর আমি একা হতে হতে হতে ...

একটা ধুসর জগত বানিয়ে নিয়েছি নিজের মতো করে

সেইদিন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম

আজও আমি অন্ধকারে পথ চলি

বিষয়: বিবিধ

৯৯৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267516
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
কাজী লোকমান হোসেন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ Thumbs Up
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
211288
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
267518
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাথায় ঢুকল না!!!
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
211287
বাকপ্রবাস লিখেছেন :
Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০১
211409
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বার বুজছি! প্রাইজবন্ডের ১/৩ আমাকে দিবেন না হইলে খবর পেীছে যাবে জায়গা মত!!!

বি:দ্র: ভাগিনা এখন আমাদের বাসায় মাস্টারি করেন!!!!
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৮
211428
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা ভাগিনা মাস্টারি কি করবে সে নিজেইতো আপনার কাছে পড়া দরকার, ২৪ঘন্টা দেখি ছবি আপলোড দিবে আর ফটো ক্রেডিট লিখে দিবে নিকিতা হা হা হা
267529
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১১
প্রবাসী আশরাফ লিখেছেন : ভাই কি যে বলেন, আমরা ব্লগবাসী রিতিমতো আপনার কবিতার ভক্ত। আর যে কবিতাটি দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তার থিমটা এতোটাই হৃদয়গ্রাহী দেয় ভেতরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে।

অভিনন্দন আপনার নিরলস প্রচেষ্টার প্রাপ্তির প্রতি।
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৬
211608
বাকপ্রবাস লিখেছেন : প্রবাসী ভাই ধন্যবাদ এর শেষ নাই Good Luck Good Luck
267566
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫১
মামুন লিখেছেন : আপনার কবিতার ভক্ত হয়ে পড়েছি। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন গুরু!!
তবে আপনাকে ইদানিং কম পাচ্ছি ব্লগে (অবশ্য আপনার লেখায় জানিয়েছেন সময় কম পান)।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫২
211611
বাকপ্রবাস লিখেছেন : বড় ভাই আপনার বিনয়ভরা কমেন্টগুলো আমি আপ্লুত, আপনার গল্পের এতো বিশাল আয়োজন আমি ঠিক করেছি কোন একদিন এক নাগাড়ে পড়া শুরু করব শুধু আপনার গল্পগুলো যেহেতু প্রতিদিন দেখি কিন্তু সময় করে পড়া হয়না, অণুগল্পের বইটা পারলে কালেক্ট করতে পারেন ছবি দিলাম

267572
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৯
আবু সাইফ লিখেছেন : আলহামদুলিল্লাহ,


জাযাকাল্লাহ..


দোয়া করি আরো আরো....

মিষ্টি কই????
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
211613
বাকপ্রবাস লিখেছেন : ১০০০ টাকার প্রাইজবন্ড পাবার কথা বাট হাতছাড়া হতে পারে কারন আমার খবর নাই এক মাস আগে ঘোষিত এই রেজাল্ট, বেখায়ালে খবর নেয় হয়নি গতকাল জানলাম, তাই মিষ্টির পয়সা হাওয়া উড়ে গেছে হা হা হা একটা সার্টিফিকেট পাব আশা করি সেটার কপি করে আপনার নাম বসিয়ে মেইল করা যাবে হা হা হা
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৩২
211794
আবু সাইফ লিখেছেন : ওটা দিয়ে হবেনা-

বরং মিষ্টি একটা ছড়া দেন
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৭
211802
বাকপ্রবাস লিখেছেন : মিষ্টির ছড়া পারো কোথায়
চিনির দাম বাড়তি
তারচে বরং ঝাল খান
মরিচ এর দাম পড়তি

টক খাবেন? টক?
শাহবাগে তেতুল আছে
যদিও তা ঠগ
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৯
211803
আবু সাইফ লিখেছেন : চিনি ছাড়াই দেন না-
মিষ্টি আলু
মিষ্টি মরিচ
মিষ্টি কুমড়া
মিষ্টি জিরা
মিষ্টি কথায়
ভিজে চিড়া
মিষ্টি পান-
আর কী চান

267589
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৫
আবু আশফাক লিখেছেন : আমার এক সাহিত্যিক বন্ধু একদিন কথায় কথায় বললেন- ফেবুতে বাকপ্রবাস নামে এক লোক ভালো ভালো ছড়া লেখে।
আমি বললাম- আরে, বাকপ্রবাসতো আমাদের ব্লগার বন্ধু!! দেখো ঠেলা!!
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৫
211614
বাকপ্রবাস লিখেছেন : আশে পাশে দিপংকরদা নাইতো.........
ল ঠ্যালা............Tongue Tongue Tongue Tongue
267602
২২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : অভিনন্দনকে কবিকে! আপনার লেখাগুলো সত্যিই দারুণ! আপনার লেখাগুলো ব্লগে পড়তে না পারলেও ফেসবুকে কিন্তু মিস করি না! :-)
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৫
211615
বাকপ্রবাস লিখেছেন : মেঘে ঢাকা স্বপ্ন যেন নীল আকাশে ছড়িয়ে যায় ধন্যবাদ রইল খুব করে
267676
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৬
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক অনেক অভিনন্দন ছন্দের জাদুকর ভাইকে।

২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
211616
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue ধইন্যবাদ রইল কিন্তু
267752
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২৮
কাহাফ লিখেছেন :
আপনার এ অভাবিত সাফল্যে অভিনন্দন অজস্র.......।
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
211618
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck সবুজ চা পাতার ধন্যবাদ
১০
267862
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
মামুন লিখেছেন : ধন্যবাদ।
ইনশা আল্লাহ সংগ্রহ করে নেবো। এর আগে আপনি যে একটি লিংক দিয়েছিলেন, সেখানে ঢু মেরে অনেকজনের লেখা পড়েছিলাম। তবে গ্রুপে জয়েন করার রিকোয়েষ্ট পাঠালেও অদ্যবধি এডমিন প্যানেল রিকোয়েষ্ট অ্যাক্সেপ্ট করে নাই।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।@ বাকপ্রবাস ভাই Rose Good Luck
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
211719
বাকপ্রবাস লিখেছেন : সরি মামুন ভাই এখনো বের হয়নি, পিডিএফ ভার্ষণ আছে লিঙক থেকে ডাউন করে পড়তে পারেন.....

Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File