# জীবনাংক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৩০:২৩ দুপুর
আমার ভুলের হিসেব তুমি কেন কষবে
আমি মিলিয়ে নেব অংকটা দুইয়ে তিনে চার
একটু না'হয় ভুল হল দায়টা কেবল আমার
ফুলের সুখ যখন সে দক্ষিণা হাওয়ায় দোলবে।
ছিড়ে দিলাম লাটাই সুতো উড়ে যা ঘুড়ি
খুঁজে নে তোর সুখ বাড়ি, দিলাম আমি আড়ি।।
রোজই কতো অংক করো সবই কি আর মিলে?
আমার তেমন ক্ষতি নেই অংকের মিল না হলে
চাইলে তুমি কষতে পারো দুইয়ে তিনে ছয়
একটু আধটু বেশী হলে কি আর ক্ষতি হয়।
ছেড়ে দিলাম খাচার পাখী যা উড়ে যা
আর কতকাল বন্দী জীবন মুক্তির অপেক্ষা।
ঘুড়িরাও নেমে আসে ফুরোয় যখন দম
পাপড়ি খসে ফুলেরাও হয় অশোভন
হয়তো পাখী ফিরে আসে খাঁচা দেখবে বলে
সময় ভাবে বিফল সবই গেলাম আমি চলে।
ছুড়ে দিলাম স্বপ্ন গুলো খুঁজে নে পথ
স্বপ্ন তবু ঘুরে ফিরে আসে জীবন রথ।
বিষয়: বিবিধ
৮৭৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সময় ভাবে বিফল সবই গেলাম আমি চলে।
সপ্নগুলা ছুড়ে দিলে কি কেউ ধরতে পারবে???
মন্তব্য করতে লগইন করুন