# সাদাকালোর সাম্যবাদ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৯:৩৪ দুপুর



কে বলেছে কালো তুমি দেখার ভুল

তোমার গুণে বিজ্ঞাপনে হুলুস্থুল

সবাই কেবল ফর্সা খুঁজে তলে তলে

তুমি কিন্তু দাঁড়িয়ে থেকো আত্ম বলে।

নারী তুমি ভুল বোঝনা তুমিই সেরা

আমরা আছি বানিয়ে দেব নজর কাড়া

স্নো পাউডার কোনটা মাখো কোন ব্র্যান্ড এর!

শাড়ীর উপির ব্লাউজ হবে লজ্বা কিসের?


আমরা আছি তোমার পাশে সবসময়

আমরা চাই ফর্সা কালো ব্যাপার নয়

এবার তুমি দেখিয়ে দাও দেখুক সবাই

কালো বলে গুটিয়ে থাকার সময় কোথায়!

আসলেইতো ফর্সা কালো ব্যাপার নয়

পুঁজিবাদে চমক হলেই ব্যাবসা হয়

এই যে দেখ এখন আমি সাম্যবাদ

সাদাকালোর ভেলকিটাই আসল ফাঁদ।


নারী তুমি ভুল বোঝনা অধম বলে

যে কথাটা বলতে চাইছি কাব্য ছলে

বুঝতে যদি পার তুমি তবেই ধন্য

ভোগবাদের চোখে সবই, কেবল পণ্য।

বিষয়: বিবিধ

৯৪১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265354
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৮
কাহাফ লিখেছেন : বুঝতে আমিও পারছি কিছু-
ওরা হল লম্পট আর বন্য,
ভোগবাদে মত্ত থাকতে চায়-
নারী কে বানিয়ে পন্য।
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৭
210906
বাকপ্রবাস লিখেছেন : বোঝাতে পেরে আমিও তাই ধন্য
265376
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৭
210907
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল
265390
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আন্নেরে ধইন্নাবাদ, আন্নে এক্করে আর মনের কতা কইছেন।
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
210908
বাকপ্রবাস লিখেছেন : এককারে সেইম টু সেইম হা হা হা
265391
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৯
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : চমৎকৃত হলাম কাব্যে।
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
210909
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন বড় ভাই
265436
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৩
চক্রবাক লিখেছেন : হুমায়ুন অজাত বলেছিল ! বিজ্ঞাপনে পণ্যটির চেয়ে পণ্যাটি অধিক লোভনীয় Happy বর্তমানে সেই পণ্যাটিকেই আরও লোভনীয় আকারে সাজাতে বহুজাতিক কোম্পানিগুলোর এই প্রয়াস।
'কৃষ্ণ কলি আমি তারে বলি...' বাজারে এসেছে তোমার জন্য লোক ! কাল (ফ্যায়ার এন্ড লাভলি আছে না) ? আমি বলি কাল হরিণ চোখ
রবি ঠাকুরের সেই গীতখানা মনে পড়েছিল।
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
210910
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবে চক্রবাক, সুন্দর কমনেট করেছেন Good Luck Good Luck
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫২
211162
চক্রবাক লিখেছেন : পুরো তো ফাটিয়ে দিয়েছেন !Winking ৬টার দুটোই ভোগে Surprised যাক আমার মত একজনকে পেলাম
265510
১৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০২
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৯
210911
বাকপ্রবাস লিখেছেন : Waiting Waiting Waiting Waiting Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File