# সেই দিন আর নাইরে নাতি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৩৬:৩৩ সন্ধ্যা
নানা কইছে জয় পাকিস্তান
নাতির কানে তুলা
ভাবছে নাতি ঝুলইয়া দিব
জাতির চক্ষে মুলা।
সেই দিন আর নাইরে নাতি
নানার নামে মালায় খাইতি
সত্য কি আর থাকে চাপা
ইতি হাসের ঝোলা।
আর দুইটা দিন সবুর কর
দেখবে মজা কেমন তর
ডাকবে লোকে রাজাকারের
নানার ঘরের পোলা।
বিষয়: বিবিধ
১৩৭১ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তারই নাতী,
একদিন যারেে বাপ ডাকিয়া
নেচে ছিল জাতি৷
আমার নানা ধরল ফণা,
কাল কেউটের মত,
দংশে ছিল চার বছরে,
আজও আছে ক্ষত৷
আমার মায়ের চক্র ছোট,
বিষের অভাব নাই,
আমারটিও ধরব তুলে,
সুযোগ যদি পাই৷
নানার তালুক দেশটা কিন্তু সেদিন আর নাই
মন্তব্য করতে লগইন করুন