একটি কৃমি নাশক যাতনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:২৯:৩২ রাত
আমার পাছায় কৃমি করে তেড়া বেড়া
সেই কৃমির জালায় আমি বড় দিশা হারা
আমি কৃমি চাইনাতো কৃমি মোরে ছাড়েনা
সেই জালায় রাতে আমার ঘুম যে আসেনা
ও কৃমি কৃমিরে ছাইড়া যা আমায়
নইলে পাছা কাইটা ভাসাইয়া দিমু ভেলায়।
আমার বুবু কইছে ও মোর সিলডি বিচ্ছু
এতো লোক থাকতে কৃমি কেন তোর পিছু
জবাব কিছুই তার দিতে পারিনাই শুধু
পাছায় চুলকাইয়া কইলাম বুঝিনাতো বুবু।
ও কৃমি কৃমিরে ছাইড়া যা আমায়
নইলে পাছা কাইটা ভাসাইয়া দিমু ভেলায়।
আমায় বলে দাওনা কেউ কি করি এখন
সকাল সন্ধ্যায় কৃমি উথালায়, যখন তখন
সমাজ কল্যাণ মন্ত্রী আমি অনেক কাজ বাকি
পাছায় চুলকায় যখন কি করে থাকি।
ও কৃমি কৃমিরে ছাইড়া যা আমায়
নইলে পাছা কাইটা ভাসাইয়া দিমু ভেলায়।
বিষয়: বিবিধ
১৩৮৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাষা ও শব্দের চমতকার মাধুর্যতা নিয়ে গঠিত এই কবিতা স্টিকি করলে টুমরো ব্লগই নিজেকে নিয়ে যেতে পারবে এলেক্সা রেটিংয়ের শীর্ষের কাছাকাছি ।
মন্তব্য করতে লগইন করুন