# মন ...
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩১:৪৭ সকাল
হণ্য হয়ে খুঁজতে থাকি মনটা আমার কোন খানে
চোখে মুখে বুকের মাঝে মনটা আমার কোন কোনে
কাঁপে কেন বুকের মাঝে যখন আমি একা থাকি
ইচ্ছে করে হাতে নিয়ে মনটা খুলে একটু দেখি।
মনটা আমার দেখতে কেমন লাল সাদা নাকি নীল সবুজ
মনের বুঝি রঙ হয় কভুু বুঝিনা ছাই বুঝ অবুঝ
দেহের ভেতর মন আমার কার হাতে এই মনের ভার
আমার তো নেই ইচ্ছে শাসন মনের উপর অধীকার।
মনটা আমার কোথায় থাকে কোথায় করে নাওয়া খাওয়া
চায়না কিছুই, নেইতো তার কোন কিছুর চাওয়া পাওয়া
তবুও আমার ইচ্ছে করে মনটা খুলে একটু দেখি, একটু দেখি
মন রাখেনা মনের খবর ধরতে গেলে কেবল ফাঁকি, কেবল ফাঁকি।
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনটা কোথায় নাকি হারাইছেন।
খবর দিব?????
ইচ্ছে করে হাতে নিয়ে মনটা খুলে একটু দেখি।" মন কে নিয়ে চমৎকার কথা মালা সাজিয়েছেন ভাই।অনেক অনেক ধন্যবাদ...।
মন রাখেনা মনের খবর ধরতে গেলে কেবল ফাঁকি, কেবল ফাঁকি।
মন্তব্য করতে লগইন করুন