# অদৃষ্ট (অণুগল্প)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ আগস্ট, ২০১৪, ১১:৩৪:০০ সকাল
সাত সকালে লালির কুক্কুরুক কুক ডাকে জেগে উঠে সবাই।
আজ মিথিলাকে দেখতে আসবে বর পক্ষ তাই সকাল থেকেই পুরো বাড়ি সাজ সাজ রব, দরজা জানালায় নতুন পর্দা, বিছানায় আলমারিতে তুলে রাখা এমব্রয়ডারী করা ব্যাডশীড, সোফায় বসতে দেয়া হচ্ছেনা ছোটদের, কুচকে যাবে বলে।
মিথিলাদের মোরগটার পালক কালোর সাথে গাঢ় লালচে, তাই তাকে সবাই লালি বলেই ডাকে।
লালির আর তর সইছেনা কবে ছাড়া পাবে সে, গতকাল বেশ ভাব জমিয়েছে সুমাইয়াদের মুরগিটার সাথে, তাই প্রিয়তমার সাথে দেখা করার জন্য মন আনচান করছে খুব আজ।
মিথিলাকে পছন্দ হয়েছে কিনা সেটা আর জানা যায়নি, তবে সেদিন দুপুরে খাবারের টেবিলে হাড্ডি চিবাতে চিবাতে রান্নার খুব প্রশংসা করছিল সবাই।
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বন্ধুব্লগে আমন্ত্রণ গ্রহন করার জন্য ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন