# ভুম ভুম ঘুম ঘুম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৪, ১২:৩৬:৫১ দুপুর
এই ঘুম সেই ঘুম নয়তো
এই ঘুম কুম কুম হয়তো
কুম কুম দেয় চুম আহ কি শান্তি
আয় ঘুম আয় ঘুম দে ঘুম মন্ত্রী।
এই দেশ সেই দেশ নেইতো
যে দেশে জেগে থেকে চলতো
এই দেশ সেই দেশ ঘুম দিয়ে চলছে
জেগে উঠে থেকে থেকে ঘুমে আবার টলছে।
ঘুম ঘুম দে ঘুম আয় আয় কুম কুম
মন্ত্রীর দুই গালে হয়ে যাক চুম চুম
এই শোন ঐ শোন হয়ে যাবে ভুম ভুম
শোর গোল বন্ধ মন্ত্রী ঘুম ঘুম।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উন্নয়নের স্বপ্ন দেখার লাইসেন্স তাদের কাছে ।
চউক্ষু মুদে বুঝতে পারি
দেশ ও জাতির কামনা।
মন্তব্য করতে লগইন করুন