# ভাল থেকো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ আগস্ট, ২০১৪, ০৮:১৪:০৬ রাত
তুমি ভাল আছো জেনে ভেবনা আমি হিংসায় পুড়ি
আমি হয়তো ভাল নেই মন্দে আমার দিন কাটে
আমি নয়তো পরশ্রী কাতর ছিলামনা কভু হিংসুটে
তুমি সুখে আছো জেনে ভেবনা আমি আক্ষেপ করি।
আমি ভেবে সুখ কুড়ায় প্রিয়া ছিলে তুমি একদিন
তুমি গিয়েছ চলে তোমার মতো হিসেব নিকেশ করে
তুমি গিয়েছ ভুলে তোমার যতো অন্ধকার আলোতে ঝেড়ে
আমি তবু হিসেব করিনা কার আছে দেনার ঋণ।
তুমি ভাল আছো তুমি ভালো আছো ভাল থেকো
তুমি যদি সুখ পাও আমার বিরহে হও সুখী
আমি তবে দুঃখ নিলাম বেছে, হলাম অস্ত মুখী
আমি ভাল নেই আমি ভালো নেই মনে রেখো।
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরস্ত্রিকাতর ছিলেন কি?????
মন্তব্য করতে লগইন করুন