# জাতীয় সম্প্রচার নীতিমালায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ আগস্ট, ২০১৪, ০৪:৩২:২৯ বিকাল
লিখে যান অনায়াসে মনে যা আসে
বলে যান হাসি মুখে যত সমালোচনা
কে বলেছে কন্ঠ রোধ নদীতে লাশ ভাসে
মিথ্যে কথা সব ওসবে কান দেবেন না।
ডন্ট ওরি জাতীয় সম্প্রচার নীতিমালায়
পাখিরা সুখেই থাকে সোনার খাঁচায়।
এই যে আমরা দিন রাত খেটে
কার জন্য করছি সব এতো আয়োজন
সংবিধান ঝেড়ে ঝুড়ে কেটে আর ছেটে
এইতো সেদিন মেন্ডেট দিল জনগণ
ডন্ট ওরি জাতীয় সম্প্রচার নীতিমালায়
পাখিরা সুখেই থাকে সোনার খাঁচায়।
টক শো টক ভীষণ কি সব বলে
পেপার পত্রিকার আজে-বাজে কলাম
ফেইসবুক টুইটার গুটিয়ে জালে
দেখে নিও বাক-স্বাধীনতার হবেনা নিলাম।
ডন্ট ওরি জাতীয় সম্প্রচার নীতিমালায়
পাখিরা সুখেই থাকে সোনার খাঁচায়।
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থাকবে সবাই তাহার অধীনতা
এইটা একদম সময়ের সাথে যুইতসই হইছে।
বন্দি হবে পাখী
যতই তিনি স্বপ্ন দেখুন
এত সহজ নাকি?
ভালো লাগলো
যদি নীতিমালা ভংগ হয়
(ধন্যবাদ জানবেন)
মন্তব্য করতে লগইন করুন