কে জানে!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ আগস্ট, ২০১৪, ১১:৪১:৩১ সকাল
দিনে বাড়ছে বয়স
রাত্তিরে যায় কমে,
কি যে হল আমার
কে জানে, কে জানে!
যাচ্ছি আমি ভুলে
পড়ছে আবার মনে
হচ্ছি নাকি বুড়ো
কে জানে, কে জানে!
পাচ্ছি মজা গানে
জাগছে সুর প্রাণে
পড়ছি নাকি প্রেমে
কে জানে, কে জানে!
চুলটা যাচ্ছে পেকে
কলব করছি হেকে
দেখছে লোকে ভাবছেটা কি
কে জানে, কে জানে!
হাসছে রাগছে বউ
বলল এদিক আ-ও
আহা... পিঠে ব্যাথা কেন
কে জানে, কে জানে!
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পিঠে ব্যাথা করে দিল আপনি একটা বাড়িও দিতে পারলেননা!!!
মন্তব্য করতে লগইন করুন