# আমাদের মন্ত্রী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৪, ০৫:২৬:০৩ বিকাল
প্রকাশ্যে ধূমপান
তবেই বাড়ে মান
করে যাও গালাগাল
বলুক লোকে জাত মাতাল
গানটাও শুনিয়ে দাও
হুমকি ধমকি পার তা-ও
বলে দাও বাঁশটা
ঢুকিয়ে দেবে শেষটা
থাকলে মাথায় ছিট
তবেই তুমি ফিট
এটাই হোক দূর্ভাগা গণতন্ত্রের শাস্থি
মন্ত্রী মন্ত্রী মন্ত্রী আমাদের মন্ত্রী।
ক্যাঙ্গারু কোট হলে
এদেশে সব চলে
রানা ভবন যায় ঝুলে
কালো বিড়াল যায় ফুলে
প্রশ্নপত্র যায ফেঁসে
জিপিএ ৫ আসে
শেয়ার বাজার ব্যাংক লুট
গার্মেন্টস এর ছেড়া ঝুট
সবখানে আছে ভাগ
সীমান্তের গরু ছাগ
এটাই হোক দূর্ভাগা গণতন্ত্রের শাস্থি
মন্ত্রী মন্ত্রী মন্ত্রী আমাদের মন্ত্রী।
বিষয়: বিবিধ
৯১৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাই চাকা বাইকটায়
দেশটা তবে চলে যায়
ছক্কা
এখন মন্ত্রি হওয়ার প্রধান শর্ত গাঁজারু এবং পাগল হওয়া।
মন্তব্য করতে লগইন করুন