# আমাদের মন্ত্রী

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৪, ০৫:২৬:০৩ বিকাল



প্রকাশ্যে ধূমপান

তবেই বাড়ে মান

করে যাও গালাগাল

বলুক লোকে জাত মাতাল

গানটাও শুনিয়ে দাও

হুমকি ধমকি পার তা-ও

বলে দাও বাঁশটা

ঢুকিয়ে দেবে শেষটা

থাকলে মাথায় ছিট

তবেই তুমি ফিট

এটাই হোক দূর্ভাগা গণতন্ত্রের শাস্থি

মন্ত্রী মন্ত্রী মন্ত্রী আমাদের মন্ত্রী।

ক্যাঙ্গারু কোট হলে

এদেশে সব চলে

রানা ভবন যায় ঝুলে

কালো বিড়াল যায় ফুলে

প্রশ্নপত্র যায ফেঁসে

জিপিএ ৫ আসে

শেয়ার বাজার ব্যাংক লুট

গার্মেন্টস এর ছেড়া ঝুট

সবখানে আছে ভাগ

সীমান্তের গরু ছাগ

এটাই হোক দূর্ভাগা গণতন্ত্রের শাস্থি

মন্ত্রী মন্ত্রী মন্ত্রী আমাদের মন্ত্রী।

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255963
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩০
মাহফুজ আহমেদ লিখেছেন : sundors
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
199552
বাকপ্রবাস লিখেছেন : নাই ডিজেল নাই পেট্রোল
নাই চাকা বাইকটায়
দেশটা তবে চলে যায়
256013
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
১৯ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৯
199569
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck ধন্যবাদ রইলGood Luck Good Luck
256025
১৯ আগস্ট ২০১৪ রাত ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : এই কবীকে কাঙ্গারু কোর্টে হাজির করতে রোলার চালানো হোক৷
১৯ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৯
199570
বাকপ্রবাস লিখেছেন : আই কিয়াইচ্ছি
256036
১৯ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৮
অজানা পথিক লিখেছেন : হা হা হা
ছক্কা
১৯ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৯
199573
বাকপ্রবাস লিখেছেন : সরকারী দল গুটি মারলেই ছক্কা, ওরা সব সাইডে ৬ফোটা দিয়ে রাকছে, মারে আর ছক্কা উঠে
256106
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই জন্যই তো মন্ত্রি!!!
এখন মন্ত্রি হওয়ার প্রধান শর্ত গাঁজারু এবং পাগল হওয়া।
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৮
199911
বাকপ্রবাস লিখেছেন : হাসিনার জন্য সুবিধা সবাই পাগল নিয়া ব্যাস্থ থাকবে আর হাসিনা ক্ষমতায় থাকবে
256119
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:২৮
বৃত্তের বাইরে লিখেছেন : যাই বলেন ভাইয়া! মন্ত্রী মহোদয়ের গানের গলা কিন্তু ভাল! এখনও পর্যন্ত দর্শকদের পচা ডিম ছুঁড়ে মারার খবর পাওয়া যায়নি Silly
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৯
199912
বাকপ্রবাস লিখেছেন : সেই রকম সুর , মৌসুমির ঘরের সামনে গান ধরলে উমর সানিকে ফেলে চলে আসবে
256149
২০ আগস্ট ২০১৪ রাত ১২:৫২
২০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৯
199913
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ধন্যবাদ জানবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File