# ন্যান্সি তুমি যেওনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৪, ০১:৪০:৫৫ দুপুর
ন্যান্সি তুমি যেওনা কোলের সন্তান ছেড়ে
ধন দৌলত হয়না সবার মনের মতো করে
দুই ঘরে দুই সন্তান তোমার দেখ চেয়ে আছে
মা ছাড়া সন্তান বল; থাকবে কার কাছে।
ন্যান্সি তুমি যেওনা এমন হতাশ হয়ে
তোমার দিকে পুরো বাংলা দেখ আছে চেয়ে
তোমার ধর্ম তোমার বিশ্বাস তোমার রাজনীতি
তোমার মতই জেগে উঠুক ঠেলে ভয় ভীতি।
ন্যান্সি তুমি যেওনা আমরা আছি সাথী
তোমার কন্ঠে উঠে আসুক এই বাংলার মাটি
যতই রুদ্ধ হোকনা তবু তোমার চলার পথ
ততই তোমার বাড়ুক জেদ চলুক বিজয় রথ।
ন্যান্সি তুমি যেওনা যেওনা যেওনা বলছি যেওনা
কেউ না থাকুক তোমার পাশে তবুও তুমি যেওনা
দু’টো দিন থেকে যাও ন্যান্সি, যেওনা বলছি যেওনা
কন্ঠে তোমার বেজে উঠুক সূরের মূর্ছনা।
বিষয়: বিবিধ
২২৭৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আত্মহত্যার বিপদসঙ্কেত
জীবনযুদ্ধে পরাজয় মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়!
আত্মহত্যাঃ কিছু মনস্তত্ত্ব বিশ্লেষণ
আত্মহত্যাঃ কিছু মনস্তত্ত্ব বিশ্লেষণ ও স্পেশালিষ্টদের মতামত
আরো জানতে পড়ুনঃ
http://www.psychobd.com/search/label/আত্মহত্যা
প্রয়োজনে যোগাযোগ করুন।
সাইনাস সাইনাস
একবার মিরু ,একবার ন্যান্সি
আপনি আসলে কইতে চাচ্ছেন কি???
ঘুমের ওষুধ খেয়ে এ পর্যন্ত কেউ কি মারা গেছে?
রাস্তায়-রাস্তায় ঘুরে ফিরে যাদের অভ্যাস হয়ে যায়, জামাই-বাড়ী বাদ দিয়ে বান্ধবী বা অন্যদের বাড়িতে থাকতে যাদের এতো ইচ্ছা – তারা তাদের সংসার রাস্তায়-ই গড়ে নিক, আর শারিরীক ক্ষুধা গিয়ে হোটেলে নয় বন্ধুর বাড়ীতে গিয়ে মেটাক! জামাই নিয়ে সংসারের কোন দরকার নেই তাদের; জামাই তারা গ্রহণ করে শুধুই –দেনমোহর-বউ ভরণপোষন-বাচ্চার ভরণপোষনের নামে মানুষ থেকে টাকা আদায় করে রাস্তায় রাস্তায় ঘরে মাস্তি করার জন্য!
মন্তব্য করতে লগইন করুন