# ১৫ই আগষ্ট

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ আগস্ট, ২০১৪, ০৭:১৯:৪৩ সন্ধ্যা



১৫ই আগষ্ট কি তোর বাবার!

তোর মতো চলতে হবে?

১৫ই আগষ্ট কি কারবালা!

শোকের মাতম করতে হবে।

১৫ই আগষ্ট নয় কারো নয়

মন যা চাই করব

ইচ্ছে হলে কেক কেটে

একলাই মুখে ভরব।

১৫ই আগষ্ট কি তোর নানার!

কোন আড়তের চাল খাস

হিসেব করে কইবি কথা

নইলে কিন্তু থাপ্পর ঠাস।

১৫ই আগষ্ট মুক্তি আমার

শোধ হবেনা তাদের ঋণ

এমন দিনেই জন্ম নিল

দেশনেত্রী আপষহীন।

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254947
১৬ আগস্ট ২০১৪ রাত ০৮:১২
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ধন্যবাদ .।
১৭ আগস্ট ২০১৪ রাত ০৩:০০
198780
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন
254961
১৬ আগস্ট ২০১৪ রাত ০৯:০৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৪ রাত ০৩:০০
198781
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ রইল
254969
১৬ আগস্ট ২০১৪ রাত ০৯:২৫
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
১৭ আগস্ট ২০১৪ রাত ০৩:০১
198782
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবা জানবেন
254977
১৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি ১৫ ই আগষ্ট শোক দিবসের পক্ষে!!!
কারন এই দিন বৃটিশরা ভারত ছেড়ে গিয়েছিল!!!!
১৭ আগস্ট ২০১৪ রাত ০৩:০১
198783
বাকপ্রবাস লিখেছেন : তাহলে কেকটা কাটা যায় কি বলেন
254983
১৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৩
আকতার হোসাইন রাসেল লিখেছেন : ভালো লাগলো
১৭ আগস্ট ২০১৪ রাত ০৩:০১
198784
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন
255021
১৬ আগস্ট ২০১৪ রাত ১১:৪৯
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : রাজাকারেও বুদ্ধি ইস্টোক রাইখা কাম করে। কিনতু এযে দেখছি খাঁটি রাজাকার। এই দেশের খেয়ে, এই দেশে থেকে যারা এভাবে লিখতে পারে তারা তাদের সম্পর্কে নতুন করে আর বলার কিছু নাই। আমি মনে করি এডমিনদের উচিত এমন কবিতা সরিয়ে ফেলা।
১৭ আগস্ট ২০১৪ রাত ০২:৪৭
198775
বাকপ্রবাস লিখেছেন : বাবা কে অবতার এর স্থান থেকে মানুষ পর্যায়ে নিয়ে আসেন ভাল মন্দ বিচার করে একটা সম্মান জনক স্থানে অবশ্যই রাখা হবে, কিন্তু বাবাকে অতি বাবা বানাতে চাইলে এমন ঠাট্টা সিকার হতেই হবে, আমি জামাত শিবির করিনা, আম্লিকের হাবভাব পেইন লাগে তাই লিখার ধরনটা এমন, আস্তিক নাস্তিক দুটোই আমি সমান চোখে দেখি যদি ভন্ড না হয়ে থাকে, আম্লিক এর মত ভন্ড হলে বড়ই পীড়াদায়ক
255023
১৬ আগস্ট ২০১৪ রাত ১১:৫৭
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : ইসলাম মানে শান্তি
জামাত শিবির কয়,
এখন দেখি তাদের দেখে
মানুষ করে ভয়!
জুব্বা টুপি মুখে দাড়ী
মিথ্যা বুলির ছল,
ক্ষমতার লাগি রাজপথে
করছে হট্রগোল।
দ্বীনের নবীর শান্তির ডাক
তাদের, থাকবে চলা বলায়
রাজপথেতে তাদের মিছিল
দেখে সবায় পালায়।
এই বুঝি দিবে আগুন
গাড়ি কিংবা ট্রায়ার,
পুলিশ তাদের ধাওয়া দিলে
করে তারা ফায়ার।
একাত্তরে এই শালারায়
ভেঙ্গে ছিলো মিনার
বদলেতে পেয়েছিলো
অনেক রিয়াল দিনার।
এইতো সেদিন আবার দেখি
ভাংলো মনের মিনার
পতাকা ছিড়ে উল্লাস করে
দেশটা বলে আমার।
এই দেশ বীর শহীদের
রক্তে দিয়ে কেনা
শহীদের কাছে তায়তো মোদের
হয়ে আছে দেনা।
আমরা যদি রাজাকারের
ফাঁসি দিতে পারি
দেনার বোঝ কমবে কিছু
থাকবেনা আর ভারি।
রাজাকার আর শিবিরের মাঝে
চরম একটা মিল
মসজিদের ভেতর আগুন জ্বেলে
পুলিশকে মারে ঢিল।
জামাত কেবল রাজাকার নয়
ধর্মবেচে চলে
মুখে দাড়ি মুমিন সেজে
মিথ্যা কথা বলে।
রাজকার এখন এই দেশেতে
মস্ত একটা জ্বালা
উপরেতে খোলস তাদের
ভেতর তাদের কালা।
এই দেশ উন্নয়নে
নেইতো তাদের কাজ
ভেতরে মিথ্যা নিয়ে
কেবল মুমিন সাজ।
এখনো আমরা যখন
জেগে সবায় আছি
জেনে রেখো রাজাকারের
দিবো‘ই দিবো ফাঁসি।
#
১৭ আগস্ট ২০১৪ রাত ০৩:০০
198779
বাকপ্রবাস লিখেছেন : এইতো ভাল মন্দ নয়
লিখতে থাকুন আরো
রাজাকারের বিচার হোক
দ্বন্দ নেই কারো
ক্যঙ্গারু কোর্ট মিথ্যা স্বাক্ষী
ভেজাল যদি হয়
বিচার তখন আর থাকেনা
অবিচারটাই রয়



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File