ক্রিকেটের রাজনীতি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুলাই, ২০১৪, ০৮:৫১:৪৩ রাত



পাপন বলে শোনরে সাকিব মনে কিছু নিসনা

আকরাম তোকে কি বলেছে প্রমাণ থাকলেও দিসনা

আকরাম বলে শোনরে সাকিব মনে কিছু নিসনা

ছয়টা মাস ডাংগুলি খেল ক্রিকেটের নাম নিসনা


বিসিবি বলে শোনরে সাকিব মনে কিছু নিসনা

ইভটিজারে বউ ঘাটালে চড় থাপ্পড় চালাইসনা

সাকিব বলে যতই তোমরা ইর্শা কর আমি সাকিব ওয়ান পিস

ভাবটা আমার ড্যামকেয়ার পারলে তবু মাপ করে দিস।

বিষয়: বিবিধ

৯১৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243225
০৯ জুলাই ২০১৪ রাত ০৯:২১

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : Big Grin Big Grin Thumbs Up Thumbs Up
০৯ জুলাই ২০১৪ রাত ১০:২৫
188921
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে
243234
০৯ জুলাই ২০১৪ রাত ০৯:৫৫
শিশির ভেজা ভোর লিখেছেন : তাই বলে এইভাবে? বেচারা তো শেষ হইয়া যাইবো।
০৯ জুলাই ২০১৪ রাত ১০:২৫
188920
বাকপ্রবাস লিখেছেন : সাকিব আর তালপট্টি একই সুত্রে গাঁথা, আমাদের দক্ষিণ তালপট্টি বিকিয়ে দিয়ে যেমন বড়াই করা হয় জয় হয়েছে বলে তেমনি আমাদের ক্রিকেট ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছে কামালকে দিয়ে শুরু, পাপন আর আকরামকে দিযে পাকাপোক্ত তারপরের স্টেপে বলা হবে আমাদের ক্রিকেট খেলার দরকার নেই
243265
১০ জুলাই ২০১৪ রাত ০১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার কেন যেন মনে হয় ছেলেটার উপর তার বউ এর আসর পরসে বেশি। হঠাত করে প্রবাসি বাঙ্গালি দেশে এসে সাকিব কে বিয়ে করল আর তারপরই সাকিব আচার আচরনে এই অবস্থা।
১০ জুলাই ২০১৪ সকাল ০৬:৫১
188998
বাকপ্রবাস লিখেছেন : সাকিব এর অহংকারী ভাবটা আমার একদম পছন্দ না কিন্তু তাকে খুব সুন্দর করে ট্রেপে ফেলা হচ্ছে হয়তো এখানেও ইনডিয়ার হাত আছে আমাদের ক্রিকেট এর উথান তারা মেনে নিতে পারবেনা এটা স্বাভাবিক
243319
১০ জুলাই ২০১৪ সকাল ০৭:৩১
রাইয়ান লিখেছেন : জ...টি...ল... Thumbs Up
১০ জুলাই ২০১৪ সকাল ১১:১৯
189031
বাকপ্রবাস লিখেছেন : হুমমমমম
243352
১০ জুলাই ২০১৪ সকাল ১১:১৭
হতভাগা লিখেছেন : সাকিবের উচিত অবসর নিয়ে ইংল্যান্ড বা কোন এসোসিয়েটসয়ের পক্ষে খেলা । সেখানে গুনীদের সন্মান করা হয় ।
১০ জুলাই ২০১৪ সকাল ১১:২০
189032
বাকপ্রবাস লিখেছেন : পরবর্তীতে যে ভাল খেলবে তার সাথেও এমনটা করা হবে, মোদ্দা কথা ক্রিকেট খেলা বন্ধ করা চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File