রমজানের ছড়া ঝাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জুলাই, ২০১৪, ০৩:০৩:০৮ দুপুর
রমজানে ভুরিভোজ চলে আরো বেশী
চনা মুড়ির সাথে পেটে চলে যায় খাশি
মার্কেটে জমে যায় বেড়ে যায় দাম
পার্লারে ঘষে মেজে বদলানো চাই চাম।
কি হবে ঘুম নেই চুলের কার্টিং
মাসটা পেরুলেই শুরু আবার ডেটিং
রমজানে থেমে নেই হিন্দি সিরিয়াল
নায়িকার পরকিয়া ঘটনা বেশামাল।
রমজানে রাখা চাই মাথায় টুপি
খাবার দোকান চলে ফেলে রেখে ঝাপি
লেনা দেনা অনিয়ম ঘুষের কারবার
রমজানে ঠিকই চলে কমেনাতো আর।
এভাবেই চলে যায় সিয়ামের মাস
গরু যেমন রোজই খাই কচিকাচা ঘাস
তেমনই আমাদের তাকওয়ার হাল
রমজানের ছড়াটা তাই একটু ঝাল।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাওম মানে সংযম, যেন মোরা মানি তা।
রমজান চলে গেলে মসজিদ আর মাড়াইনা
অশেষ ধন্যবাদ।
রমজানে শুধু তাইনা একদল আছেন যারা তারাবি নিয়া ব্যাস্ত কিন্তু ফজর পারলে পড়েনও না। আর সিরিয়াল নিয়া আমার নিজের বাসাতেই এক সমস্যায় আছি।
মন্তব্য করতে লগইন করুন