রমজানের ছড়া ঝাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জুলাই, ২০১৪, ০৩:০৩:০৮ দুপুর



রমজানে ভুরিভোজ চলে আরো বেশী

চনা মুড়ির সাথে পেটে চলে যায় খাশি

মার্কেটে জমে যায় বেড়ে যায় দাম

পার্লারে ঘষে মেজে বদলানো চাই চাম।

কি হবে ঘুম নেই চুলের কার্টিং

মাসটা পেরুলেই শুরু আবার ডেটিং

রমজানে থেমে নেই হিন্দি সিরিয়াল

নায়িকার পরকিয়া ঘটনা বেশামাল।


রমজানে রাখা চাই মাথায় টুপি

খাবার দোকান চলে ফেলে রেখে ঝাপি

লেনা দেনা অনিয়ম ঘুষের কারবার

রমজানে ঠিকই চলে কমেনাতো আর।

এভাবেই চলে যায় সিয়ামের মাস

গরু যেমন রোজই খাই কচিকাচা ঘাস

তেমনই আমাদের তাকওয়ার হাল

রমজানের ছড়াটা তাই একটু ঝাল।

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240566
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:০৯
প্রেসিডেন্ট লিখেছেন : বাকপ্রবাস লিখেছেন দারুণ এক কবিতা,
সাওম মানে সংযম, যেন মোরা মানি তা।
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩০
186716
বাকপ্রবাস লিখেছেন : মুখে মুখে মানি সবাই মনে আর মানিনা
রমজান চলে গেলে মসজিদ আর মাড়াইনা
240568
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : Fantastic হয়েছে Fantastic Thumbs Up
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩০
186717
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ অফুরন্ত
240576
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৩
আমি মুসাফির লিখেছেন : ঝাঝাল কিছু না বললে আমাদের গায়ে ধরে না তাই এই ঝেলো কবিতাটি সত্যিই খুব ভাল হয়েছে। সুন্দর উপমা ও ছন্দ।
অশেষ ধন্যবাদ।
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩০
186719
বাকপ্রবাস লিখেছেন : .........প্লাবিত হলাম, ধন্যবাদ
240583
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৮
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩১
186720
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও খুব করে ধন্যবাদ
240587
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৯
আফরা লিখেছেন : ভাল হয়েছে ধন্যবাদ ।
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩১
186721
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ জানবেন
240592
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩১
186723
বাকপ্রবাস লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ রইল
240618
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৩
প্রবাসী আশরাফ লিখেছেন : ভাল হয়েছে ধন্যবাদ।
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩১
186724
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল
240635
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একবারে ১০০% সত্য!!!
রমজানে শুধু তাইনা একদল আছেন যারা তারাবি নিয়া ব্যাস্ত কিন্তু ফজর পারলে পড়েনও না। আর সিরিয়াল নিয়া আমার নিজের বাসাতেই এক সমস্যায় আছি।
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৪
186729
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File