# বৃষ্টি আর আমাদের শহর

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জুন, ২০১৪, ০৩:২০:২৫ দুপুর



অবিরাম বৃষ্টি টুপটুপ ঝমঝম

চলছেনা রিকশা কিংবা টমটম

হাটুজল ছাড়িয়ে কোমরের নিশানা

নিচতলা ডুবে আছে দুই তলা ঠিকানা।

যাব কি যাবনা স্কুল কলেজে

অপিসে যেতে হবে পেটের গরজে

হাতে নিয়ে এক্সট্রা জামা আর ছাতাটা

শরীরটা ভেসে যাক; ঠিক থাক মাথাটা।


সব দোষ নন্দ ঘোষ নগর পিতার

ভোট কেন দিয়েছিলাম ভাবছি তিনবার

রাখছিনা খবরটা নালা আর নর্দমা

বেদখলে হয়ে গেছে বিল্ডিং কারখানা।

আমাদের মেয়র মঞ্জুর নাম তার

চুপচাপ বসে আছে কাজকাম নাই আর

আসুন তায় উপায় নাই নিজের বুদ্ধিতে

নৌকাটা ভাসিয়ে দিন যাওযা আসার রাস্তাতে।

বিষয়: বিবিধ

৮৮১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237917
২৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাসতে ভাসতে এখন ডুবতেও পারতিসিনা।
২৪ জুন ২০১৪ রাত ০৪:২৭
184645
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor হা হা
237920
২৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩৬
ছিঁচকে চোর লিখেছেন : প্রাণ ছুঁয়ে গেলো পড়ে। Rose
২৪ জুন ২০১৪ রাত ০৪:২৮
184646
বাকপ্রবাস লিখেছেন : পানিতো নামেনা এখন কি হইব
237953
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:৩০
আবু তাহের মিয়াজী লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাসতে ভাসতে এখন ডুবতেও পারতিসিনা।
এমন দেশ আর কোথায় ও খুঁজে পাবকিনা ...............।
২৪ জুন ২০১৪ রাত ০৪:২৯
184648
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue পানির উপর আছি
কেমন করে বাঁচি
238184
২৪ জুন ২০১৪ রাত ০২:১৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো ধন্যবাদ
২৪ জুন ২০১৪ রাত ০৪:৩০
184650
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ ভাইযান
238213
২৪ জুন ২০১৪ সকাল ০৫:১৪
বৃত্তের বাইরে লিখেছেন : ভাইয়া,বৃষ্টি নিয়ে ছড়ার আয়োজন করে দেখি বন্যায় ডুবে গেছেন। ভাল লাগ্ল আপনার ছড়া
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
185268
বাকপ্রবাস লিখেছেন : পুরোনো ঘরে টিনের চাল ফুটো
বৃষ্টি বলে ভাবনা কিসের এতোTongue
238217
২৪ জুন ২০১৪ সকাল ০৬:০৭
ভিশু লিখেছেন : অবিলম্বে চট্টগ্রাম শহরকে জলমহাল ঘোষণা করে জাতীয় বিডি মৎস্য খামার করা হোক...Loser Tongue
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
185267
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
239304
২৭ জুন ২০১৪ সকাল ০৮:২১
বাজলবী লিখেছেন : ভালো লাগলো
২৭ জুন ২০১৪ দুপুর ০২:৪৬
185781
বাকপ্রবাস লিখেছেন : খৃুব করে ধন্যবাদ জানবেন বাজলবী ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File