# বেচারা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জুন, ২০১৪, ০৪:০৪:৫৭ বিকাল

কেউ বলে ব্রাজিল
কেউ বলে আর্জেন্টিনা
ফুটবল কেঁদে মরে
কেউতো আর ভাবলনা।
কেউ বলে নেইমার
কেউ বলে মেসি
ফুটবল বলে ভাই
বুটের তলায় আছি।
কেউ বলে ইস!
কেই বলে হায়!
ফুটবল বলে উঠে
প্রাণটা যে যায়!
কেউ বুক চাপড়ায়
কেউ দেয় হাসিটা
ফুটবল গুণে সময়
কবে শেষ বাঁশিটা।
বিষয়: বিবিধ
৮০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন