গুডবল বেডবল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুন, ২০১৪, ১২:১৯:৫৩ দুপুর
ফুটবল জ্বরে দেখ কাপে গোটা বিশ্ব
কেউ হয় কলা গাছ কেউ আবার নিঃস্ব।
ফুটবল নিয়ে চলে জুয়ার আসর
পসরা সাজায় কেউ ক্ষনিকের বাসর।।
ফুটবল গোল তাই পায়ে পায়ে ঠেলে
দুই দল ছুটোছুটি জড়াতে চায় জালে।
চুপ চুপ নিশ্চুপ ধুপ ধুপ কাঁপে বুক
এই বুঝি হয়ে গেল কাউন্টার এক চোট।।
উত্তেজনায় বাড়ে প্রেসার ঘুম হয়না রাতে
নাওয়া খাওয়া ছাড়ে কেউ স্বপ্ন বেঘাতে।
পত পত উড়ে আবার পতাকা মিছিলে
হাতা হাতি হয়ে যায় দলে কোন্দলে।।
ফুটবল বেডবল ভাবনার কিছু নাই
ফুটবল গুডবল এটাই হওয়া চাই।
খেলাতে হারজিত মেনে নিয়ে আমরা
বাদ বিবাদ ভুলে হব প্রাণের ভোমরা।।
বিশেষ দ্রষ্টব্য : কোন দেশ বা দলের সমর্থন ঘোষনা করে পোষ্ট না দেয়াই ভাল। খেলা নিয়ে কোন প্রকার তির্যক/ব্যাঙ্গাত্মক/উস্কানী মূলক/অপমানজনক কমেন্ট ও তার জবাব না দেয়াই উত্মম হবে বলে আমি মনে করি । আপনারা কি বলেন ?
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খেলে ফুটবল গোপনে
স্টার ফুটবলের টানে
মধ্যেমনি সবের নয়নে।
.
খেলবে সে সুপার ফুটবল
সাথে নিয়ে দেশের দলবল।
দেশের হয়ে যাবে ব্রাজিল
বিশ্বকাপ হাতে হাসি ঝিলমিল।
পা বের হয়ে গেল জানলা দিয়ে
মন্তব্য করতে লগইন করুন