গুডবল বেডবল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুন, ২০১৪, ১২:১৯:৫৩ দুপুর



ফুটবল জ্বরে দেখ কাপে গোটা বিশ্ব

কেউ হয় কলা গাছ কেউ আবার নিঃস্ব।

ফুটবল নিয়ে চলে জুয়ার আসর

পসরা সাজায় কেউ ক্ষনিকের বাসর।।

ফুটবল গোল তাই পায়ে পায়ে ঠেলে

দুই দল ছুটোছুটি জড়াতে চায় জালে।

চুপ চুপ নিশ্চুপ ধুপ ধুপ কাঁপে বুক

এই বুঝি হয়ে গেল কাউন্টার এক চোট।।


উত্তেজনায় বাড়ে প্রেসার ঘুম হয়না রাতে

নাওয়া খাওয়া ছাড়ে কেউ স্বপ্ন বেঘাতে।

পত পত উড়ে আবার পতাকা মিছিলে

হাতা হাতি হয়ে যায় দলে কোন্দলে।।

ফুটবল বেডবল ভাবনার কিছু নাই

ফুটবল গুডবল এটাই হওয়া চাই।

খেলাতে হারজিত মেনে নিয়ে আমরা

বাদ বিবাদ ভুলে হব প্রাণের ভোমরা।।


বিশেষ দ্রষ্টব্য : কোন দেশ বা দলের সমর্থন ঘোষনা করে পোষ্ট না দেয়াই ভাল। খেলা নিয়ে কোন প্রকার তির্যক/ব্যাঙ্গাত্মক/উস্কানী মূলক/অপমানজনক কমেন্ট ও তার জবাব না দেয়াই উত্মম হবে বলে আমি মনে করি । আপনারা কি বলেন ?

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232741
০৯ জুন ২০১৪ দুপুর ০১:১৯
সিটিজি৪বিডি লিখেছেন : কাপ জিতুক আর নাই জিতুক আমি ব্রাজিলের সমর্থক।
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
179579
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck জিতলে সাম্বা ড্যান্স হইবনি
১০ জুন ২০১৪ সকাল ১১:০৫
179832
সিটিজি৪বিডি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
232748
০৯ জুন ২০১৪ দুপুর ০১:৪৮
প্রবাসী আশরাফ লিখেছেন : বাকপ্রকাস ভাই স্বপ্নে
খেলে ফুটবল গোপনে
স্টার ফুটবলের টানে
মধ্যেমনি সবের নয়নে।
.
খেলবে সে সুপার ফুটবল
সাথে নিয়ে দেশের দলবল।
দেশের হয়ে যাবে ব্রাজিল
বিশ্বকাপ হাতে হাসি ঝিলমিল।

০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
179581
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floorস্বপ্নে গোল দিতে গিয়ে
পা বের হয়ে গেল জানলা দিয়ে
232753
০৯ জুন ২০১৪ দুপুর ০১:৫৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
179586
বাকপ্রবাস লিখেছেন : অনেক ধন্যবাদGood Luck Good Luck
232759
০৯ জুন ২০১৪ দুপুর ০২:১৬
চোরাবালি লিখেছেন : যে ক্যচাল চলছে দেশে তাতে আর ঘরে টেকা দায় পতাকার বাহার দেখে কোন দেশে বাস করি বুঝতে পারি না; আর্জেনটিনার পরিবর্তে যদি পাকিস্থানী পতাকা ঝুলত তাহলে দেখা যেত পত্রিকার পাতায় রিপোর্ট
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
179587
বাকপ্রবাস লিখেছেন : আমগো দেশে মনে হয় হক হালালের ইনকাম কম, না হলে সব কিছুতে এমন অপচয় আর উল্লাস কি করে হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File