আবার হবেতো দেখা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জুন, ২০১৪, ১১:৪১:৩৯ সকাল
আর হলনা দেখা ঘুরে এলাম একা
কবে আবার মিলন হবে সেই স্বপ্ন দেখা
আবার স্বপ্ন বোনা চোখের জলে নোনা
বিন্দু বিন্দু ইচ্ছেগুলোর ভীষণ আনাগোনা।
অনেক ভাল থাকিস, অনেক অনেক অনেক
আমার কথা পড়লে মনে ভাবিস নাহয় ক্ষনেক।
অনেক চেষ্টা করে মিল হলনা পরে
তোমার যখন যাত্রা শুরু আমি তখন ঘরে।
(আজকে উমামারা যাত্রা করল উমরাহ হজ্জ্ব উপলক্ষে)
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ উমামা ও উমামা'র আম্মুর উমরাহ হজ্জ্ব কবুল করে নিক। আমীন।আমীন।
মন্তব্য করতে লগইন করুন