আবার হবেতো দেখা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জুন, ২০১৪, ১১:৪১:৩৯ সকাল
আর হলনা দেখা ঘুরে এলাম একা
কবে আবার মিলন হবে সেই স্বপ্ন দেখা
আবার স্বপ্ন বোনা চোখের জলে নোনা
বিন্দু বিন্দু ইচ্ছেগুলোর ভীষণ আনাগোনা।![]()
অনেক ভাল থাকিস, অনেক অনেক অনেক
আমার কথা পড়লে মনে ভাবিস নাহয় ক্ষনেক।![]()
অনেক চেষ্টা করে মিল হলনা পরে
তোমার যখন যাত্রা শুরু আমি তখন ঘরে।![]()
(আজকে উমামারা যাত্রা করল উমরাহ হজ্জ্ব উপলক্ষে)
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ উমামা ও উমামা'র আম্মুর উমরাহ হজ্জ্ব কবুল করে নিক। আমীন।আমীন।
মন্তব্য করতে লগইন করুন